মাত্র ৩৪ বছর বয়সে পৃথিবীর সকল মায়া ত্যাগ করে চলে গেছেন তিনি। জানা গিয়েছে হতাশা এবং পেশাগত প্রতিদ্বন্দিতার কারণেই এতো বড়ো পদক্ষেপ নিয়েছেন। সিনেমা জগতে জনপ্রিয়তা অর্জন করলেও, ব্যক্তিগত জীবনে খুবই একা হয়ে পড়েছিলেন তিনি। তার মৃত্যু যেন হাজার প্রশ্ন তৈরি করে দিয়ে গেল মানুষের মনে।
মাত্র ১৬ বছর বয়সে মাকে হারিয়ে নিজের আলাদা জগৎ তৈরি করেছিলেন তিনি। পড়াশোনায় ছিলেন তুখোড়, সর্বভারতীয় পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছিলেন। ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করলেও মাত্র ৩ বছরেই সেটি ছেড়ে পাড়ি দেন স্বপ্ন পূরণের লক্ষ্যে।
জানা গিয়েছে তিনটি স্বপ্ন নিয়ে তিনি বলিউডে পা রেখেছিলেন। প্রথমটি ছিল যশরাজ ফিল্মস ব্যানারে কাজ করা, দ্বিতীয়টি পেপসির বিজ্ঞাপনে অভিনয় করা এবং সর্বশেষটি হলো ফিল্মফেয়ার ম্যাগাজিনে কভার আর্টিস্ট হওয়া। যার সবকটিই করে গেছেন তিনি।
তবে স্বপ্নপূরণের স্বার্থে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। পড়াশোনার ফাঁকে শিখতেন নাচ, ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন বহুদিন। এরপর ‘পবিত্র রিস্তা’ নামক সিরিয়ালের মাধ্যমে ছোটপর্দার পা রাখেন তিনি। ২০১৩ সালে ‘কাই পো চে’র দ্বারা সিনেমা জগতে প্রবেশ তার। সেখান থেকে শুরু স্বপ্নের উড়ান।
যদিও মাত্র ১০টি সিনেমা করেই জীবনকে চিরতরে বিদায় জানিয়েছেন তিনি, তবুও রয়ে গেছেন কোটি কোটি মানুষের হৃদয়ে। তার পুরনো ছবি বা অভিনীত সিনেমার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় বারবার উঠে আসছে।