প্রয়াত বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা তাপস পাল। ৬১ বছর বয়সে তার জীবনাবসানে শোকের ছায়া বাংলা চলচ্চিত্র জগতে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। মঙ্গলবার ভোররাতে জীবনাবসান হয় এই তারকার। পরিবারসূত্রে জানা গেছে দীর্ঘদিন স্নায়ু রোগে ভুগছিলেন তিনি।
রাজনীতিতে তিনি পদার্পণ করেন ২০০১ সালে, তৃণমূল কংগ্রেসের হয়ে ওই বছর এবং ২০০৬ সালে পরপর দুবার বিধানসভা নির্বাচনে জয়ী হন। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন ২০০৯,২০১৪ সালে। ২০১৬ সালের শেষদিকে রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ডে নাম জড়ায় তার, তাঁকে গ্রেপ্তার করা হয় সেই ঘটনায়। দীর্ঘদিন জেলে থাকার পর তিনি জামিন পান। অসুস্থতার কারণে বিদায় নিয়েছিলেন রাজনীতি থেকে।
আরও পড়ুন : অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক মমতার
একের পর এক সাফল্য এনে দিয়েছিলেন তিনি বাংলা চলচ্চিত্র জগতে। দাদার কীর্তি’ ছবি দিয়ে অভিনয় জীবন শুরু। ‘গুরুদক্ষিণা’, ‘বলিদান’ ‘কড়ি দিয়ে কেনা, ‘সুরের ভুবনে’, মায়া মমতা, সমাপ্তী, চোখের আলোয়, অন্তরঙ্গ, সাহেব, অনুরাগের ছোঁয়া, ভালোবাসা ভালোবাসা, প্রভৃতি একের পর এক চলচ্চিত্রে তার অভিনয় মুগ্ধ করে সকলকে। ২০১৩ সালে ‘খিলাড়ি’ তে শেষ তাকে দেখা য়ায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও তিনি সাফল্য অর্জন করেছিলেন। তার অকালপ্রয়াণে বাকরুদ্ধ তার পরিবার।