কৌশিক পোল্ল্যে: হিন্দি সিনেমা জগতের নতুন নায়িকা সারা আলি খান তার কেরিয়ার শুরুর প্রথমদিকেই জড়িয়ে গেলেন নানারকম বিতর্কে, ধর্ম নিয়ে আবারো হল গোঁড়ামি। ধর্মগুরুদের রোষের শিকার হলেন এই অভিনেত্রী।
চলতি মাসে মাত্র কয়েকদিন আগেই করোনা আতঙ্কে সকলের মঙ্গলকামনায় সারা পুজো দিতে যান বেনারসের কাশী ও বিশ্বনাথধামে। পুজো সেরে তিনি সেই শহরটি একটি ভিডিয়োর মাধ্যমে ঘুরিয়ে দেখান তার অনুরাগীদের। আর এখানেই ঘটে ঘোর বিপত্তি।
আরও পড়ুন : পরনে কালো বিকিনি, সি বিচে একান্তে ঝুমা বৌদি
ধর্ম অনুযায়ী সারা আলি খান মুসলমান হওয়ায় তার বিশ্বনাথ মন্দিরে প্রবেশ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন কাশির বৈদ্যুতিন বিভাগের কর্মকর্তারা। সেই সঙ্গে ক্ষোভে ফুঁসছেন পুরো ধার্মিক মানুষজন। তাদের বক্তব্য ধার্মিক তীর্থকেন্দ্র দিক থেকে এতটা অসচেতনতা ছড়ায় কীভাবে। সারার সঙ্গে ছিলেন তার মা অমৃতা সিং, জন্মসূত্রে তিনি হিন্দু হওয়ায় তার দিকে কেউই আঙুল তোলেননি ফলে কাশির কর্মকর্তাদের রোষের শিকার হলেন সারা আলি খান।
উক্ত সময়ে ওই এলাকাতেই তার ছবির শ্যুটিং এর কাজে গিয়েছিলেন সারা। এর আগেও বহুবার মন্দির দিয়েছেন পুজো। কিন্তু এবার তার মন্দির সংলগ্ন বাজারে অনাধিকার প্রবেশ মেনে নিতে পারেননি অনেকেই। এ নিয়ে অবশ্য কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত সারার তরফে আসেনি। তবে একটা গুরুত্বপূর্ন প্রশ্ন তো থেকেই যায়, আজও কী ধর্মের বেড়াজাল ভেঙে আমরা সত্যিই আধুনিক হতে পেরেছি? মধ্যযুগীয় গোঁড়ামি ফেলে রেখে সম্প্রীতির গান শুরু হতে তবে কী আরও কালবিলম্ব রয়েছে! কিছু ভাবলেন?