Urfi Javed: জিন্স কেটে জামা বানালেন অভিনেত্রী উরফি, এমন লুকে চমকে দিলেন দর্শকদের

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। সম্প্রতি আবারো পোশাকের সূত্র ধরেই চর্চায় উরফি।

পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানান নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি জিন্স কেটেই বানিয়ে নিলেন টপ। দেখে চমকে গেলেন পাপারাজিৎরাই। সেকথা অভিনেত্রী যা বললেন তাতেই অবাক সকলে। কি বললেন তিনি?

এদিন গাড়ি থেকে একটি ক্যাফের সামনে নামেন দেখা গিয়েছে উরফিকে। হালকা মেকাপে এদিন‌ জিন্সের উপর জিন্স কেটেই বানিয়ে নিলেন টপ, যা দেখা মাত্রই পাপারাজিৎদের পাশাপাশি অবাক সকলেই। সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। পাপারাজিৎদের একজন তাকে তার পোশাক নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, তার যে আউটফিট ছিল সেটি নষ্ট হয়ে যাওয়ায় তাড়াহুড়োতে জিন্স কেটেই তিনি নিজের টপ বানিয়ে নিয়েছেন। পাশাপাশি মানানসই দুল ও জুতো পরেছিলেন তিনি। টপ নট বেঁধেছিলেন মাথায়। পরে তিনি আরো বলেন, তাদের সকলের লাঞ্চের ব্যবস্থা তিনি করেছেন। তারা সকলে যেন খেয়ে যান। এরপরেই তিনি ক্যাফে সম্বন্ধেও দুতিন কথা বলেন। তিনি জানান, এই ক্যাফেটি সমস্ত প্রতিবন্ধী মানুষরা মিলে চালান। তারা খুবই পরিশ্রমী। অভিনেত্রীর কথা তারা সকলেই মন দিয়ে শুনেছেন, তা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে।

Exit mobile version