Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুলিশ কর্তার গ্রেফতারকে ধর্মের চোখে বিচার, অধীর চৌধুরির বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড়

Updated :  Tuesday, January 14, 2020 8:06 PM

এক পুলিস কর্তাকে নিয়ে এবার টানাপোড়েনে কেন্দ্র সরকার। পুলিশ সূত্রে খবর, সেই পুলিশ কর্তা জম্মু ও কাশ্মীরের পুলিশের DSP দেবিন্দর সিং। রাষ্ট্রপতির কাছে গ্যালন্ট্রি পুরস্কার প্রাপ্ত ওই পুলিশ অফিসারকে সন্ত্রাসবাদীদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

সংসদ হামলায় জড়িত আফজল গুরুকে জেরা করার পর জানা গিয়েছিল দেবিন্দর সিং এক জঙ্গিকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য তাকে চাপ সৃষ্টি করে। কিন্তু ঘটনাপ্রবাহে পুলিশের চোখে ধুলো দিয়ে আফজল গুরুকে পুলিশের নিশানা করা হয়। যার ফলে ওই পুলিশ কর্তা পুলিশের সন্দেহের আড়ালে চলে যান।

গত শনিবার দেবিন্দর সিং এর শ্রীনগরের বাড়ি থেকে উদ্ধার হয় একে ৪৭ এর দুটি পিস্তল। শুক্রবার রাতে দেবিন্দর সিং শেপিয়ান থেকে তিনজন জঙ্গিকে বাড়িতে ডাকে এবং তারা রাত কাটায় শ্রীনগরের পুলিশ কর্তার বাড়িতেই।শনিবার ওই পুলিশ কর্তা জম্মুর দিকে তাদের নিয়ে রওনা হন।

আরও পড়ুন : ফেব্রুয়ারিতেই মোদীর সাথে সাক্ষাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

জেরায় উঠে এসেছে নানান তথ্য। ২০১৮ সালে নাভিদ বাবুকে খুব সাবধানে পৌছে দিয়ে এসেছিলেন ওই পুলিশ কর্তা। তবে জেরায় দেবিন্দর সিং দাবী করেছেন, জঙ্গিরা কোথায় আত্মসমর্পণ করছে অথবা এই জঙ্গি গোষ্ঠীকে কে পরিচালনা করছেন তাকে ধরার জন্যই তার এত পরিকল্পনা।

মঙ্গলবার সকাল থেকেই কংগ্রেস নেতা অধীর চৌধুরী গ্রেফতার নিয়ে বিভিন্ন মন্তব্য করলেও সেই মন্তব্যকে বিজেপি গায়ে না মেখে তারা এদিন বলেন, ওই পুলিশ কর্তার গ্রেফতারকে ধর্মের চোখে বিচার করছেন অধীর চৌধুরী।