করোনায় আক্রান্ত কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী, আরোগ্য কামনা করে টুইট মোদির

করোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবে গতবছর থেকে রীতিমতো নাজেহাল হতে হয়েছে বিশ্ববাসীকে। চলতি বছরের শুরুতে করোনা সংক্রমনের হার তলানিতে ঠেকতে সবাই প্রায় স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। আবারো আগের মত কাজকর্ম এবং সাধারন…

Avatar

করোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবে গতবছর থেকে রীতিমতো নাজেহাল হতে হয়েছে বিশ্ববাসীকে। চলতি বছরের শুরুতে করোনা সংক্রমনের হার তলানিতে ঠেকতে সবাই প্রায় স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। আবারো আগের মত কাজকর্ম এবং সাধারন জীবন যাত্রা শুরু করেছিল মানুষ। তবে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দেশজুড়ে রেকর্ড সংখ্যা পার করেছে দৈনিক সংক্রমনের। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে দৈনিক করোনা সংক্রমণ ২ লাখ ৯৫ হাজারের গণ্ডি ছুঁয়েছে। বাংলাতেও সংক্রমণ হচ্ছে ১১ হাজারের কাছাকাছি। ভোট আবহে বাংলাতে একের পর এক রাজনৈতিক নেতা করোনার শিকার হচ্ছেন।

আজ জানা গিয়েছে করোনা আক্রান্ত হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি নিজেই এই কথা টুইট করে জানান। আসলে কংগ্রেস প্রার্থী শিলাদিত্য হালদার করোনা পজিটিভ হলে হোম আইসোলেশনে চলে যান অধীর চৌধুরী। কিন্তু তারপর তারও করোনা ধরা পড়েছে। তিনি আজ টুইটে লিখেছেন, “আমি করোনা পজিটিভ। গত ৭ দিনে আমার কাছাকাছি আসা সকলকে কোভিড বিধি মেনে চলতে অনুরোধ করছি আমি। সবাই দ্রুত তাদের টেস্ট করিয়ে হোম আইসোলেশনে চলে যান। আমি ভার্চুয়াল মাধ্যমে প্রচার চালু রাখব।”

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী করোনা আক্রান্ত হলে তার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে লিখেছেন, “অধীর দার দ্রুত আরোগ্য কামনা করি।” প্রসঙ্গত উল্লেখ্য, আজ করোনা আক্রান্ত হয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। মৃত উপসর্গ নিয়ে তিনি আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন।