আন্তর্জাতিকদেশনিউজ

৮০০ বছর পর সৌরজগতে এক বিরল ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে আগামিকাল

Advertisement

৮০০ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে এই ২০২০ সালে। যা অবাক করবে আপনাকে। সৌরজগতে আগামিকাল, সোমবার এক অদ্ভুত এক ঘটনা ঘটতে চলেছে৷ এদিন এক অদ্ভুত মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে গোটা বিশ্ব৷ কী সেই বিরল ঘটনা? যা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে দেশবাসী। ঘটনাটি হল, এদিন দুটি বড় গ্রহ বৃহস্পতি ও শনি। একে অপরের ভীষণ কাছাকাছি চলে আসবে৷ এর ফলে পৃথিবী থেকে দুটি গ্রহকে একই আকারে দেখা যাবে৷ ৫০০ বছর পরেই বিরল ঘটনা ঘটতে চলেছে।

এ প্রসঙ্গে মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছেন, ‘আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় দুটি গ্রহের এত কাছাকাছি আসা দুর্লভ৷ বৃহস্পতি গ্রহ নিজের প্রতিবেশীর কাছ দিয়ে ২০ বছর পরে যায়৷ তবে এতটা কাছাকাছি আসা খুবই অদ্ভুত ব্যাপার৷’ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দুটি গ্রহের মধ্যে মাত্র ০.১ ডিগ্রি -র দূরত্ব হবে৷ যদি আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকে তাহলে সূর্যাস্তের পর সারা পৃথিবী থেকে সেই দৃশ্য দেখা যাবে৷ ২০২০-র ২১ ডিসেম্বর এই ঘটনা ঘটবে৷

এটা পৃথিবীর সবচেয়ে ছোট দিন৷ আর এই দিনেই এমন বিরল ঘটনা ঘটতে চলেছে। এর আগে ১৬২৩ সালের ১ জুলাই এই দুটি গ্রহ এত কাছাকাছি এসেছিল৷ কিন্তু সূর্য খুব কাছাকাছি থাকায় তাদের দেখতে পাওয়া অসম্ভব ছিল৷ এর আগে ১২২৬ সালের ১ মার্চ এই দুটি গ্রহ এত কাছে এসেছিল সে সময় সেটা পৃথিবী থেকে দেখা গিয়েছিল৷ কিন্তু তারপর আর এই ঘটনা ঘটেনি। তাই দীর্ঘ বহু যুগ পর এই বিরল ঘটনা পৃথিবী থেকে অনায়াসে দেখা সম্ভব হবে বলে মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছেন।

Related Articles

Back to top button