আজ ১৬ ই ডিসেম্বর সাত বছর আগে এমনি দিনে ২০১২ সালে ‘লাইফ অফ পাই’ দেখতে গিয়েছিল বন্ধুর সঙ্গে প্যারামেডিকেল এর ২৩ বছরের ছাত্রীরা। বাড়ি ফিরবেন বলে বাসে উঠেছিলেন আর সেখানেই ঘটে যায় সেই ভয়াবহ ঘটনাটি। চারজন যুবকের বিকৃত কামনা-বাসনার শিকার হয় এই মেয়েটি। সঙ্গে থাকা বন্ধুটিকে মেরে নির্ভয় এর উপরে চলতে থাকে গণধর্ষণ তাতেও যখন তারা শান্তি পায়নি, তখন তার যোনির ভেতর ঢুকিয়ে দেওয়া হয় লোহার রড, তাকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়।
তারপরেই এই নৃশংস ধর্ষণের প্রতিবাদে বেরিয়েছিল কত-না মিছিল, ক্ষোভে উত্তাল হয়ে গিয়েছিল গোটা দেশবাসী। আজ সেই ১৬ই ডিসেম্বর, সেই মুহূর্তে নির্ভয়ার মা আশা দেবী আরো একবার সরকার ও বিচার বিভাগের কাছে ধর্ষকদের ফাঁসির আর্জি জানায়। আশা দেবী আজ বলেন ‘দীর্ঘ ৭ বছর ধরে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে আমি, কিন্তু প্রশ্ন করতে করতে ন্যায় বিচার চাইতে চাইতে আমিও ক্লান্ত।’
আরও পড়ুন : ‘পোশাক দেখে বোঝা যাচ্ছে কারা হিংসা ছড়াচ্ছে’, পোশাক নিয়ে বিতর্কে জড়ালেন মোদী
একটার পর একটা ধর্ষণ হয়, দেশবাসী তা দেখে এবং তারপরে শুরু হয় মোমবাতি মিছিল কিন্তু ধর্ষণ বন্ধ হয় না। নির্ভয়ার মা আশা দেবী বলেছেন ওর খুনিদের প্রতিনিয়ত দেখে আমার মৃত্যু হয় প্রতিদিন। কিন্তু আমার মেয়ে তো কোনো ভুল করেনি। তবে একদিক থেকে মা নিজের মনেই যেন সান্ত্বনা দিচ্ছেন এবং তিনি বলছেন, নির্ভয়াকে আর এই অবিচারের পৃথিবীতে বেঁচে থাকতে হলো না।