Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৮৭ বছর পর ট্রেন পৌঁছল স্টেশনে, উৎসবে মেতে উঠলেন এলাকার মানুষ

Updated :  Monday, March 1, 2021 6:53 PM

১৯৩৪ সালে একটা ভয়াবহ ভূমিকম্প, তারপর সবকিছু স্তব্ধ হয়ে গিয়েছিল সরাইগোর নির্মালি রেলওয়ে স্টেশন। দীর্ঘ ৮৭ বছর ট্রেনের শব্দ সেই এলাকার মানুষেরা শোনেননি। অবশেষে রবিবার পরীক্ষামুলকভাবে একটি ইঞ্জিন পাঠানো হলো সেই স্টেশনে। আর সেই ইঞ্জিন পাঠানো মাত্রই একেবারে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন সেই স্টেশনের এলাকার মানুষ। বিগত ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপাই (Atal Behari Bajpeyi) নির্মালি কলেজ থেকে কোচি নদীর উপরে একটি মহা সেতুর শিলান্যাস করে দিয়ে যান।

২০২০ সালে ১৮ সেপ্টেম্বর তারিখে মহাসেতু নির্মিত হয়। তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কপায় স্টেশন থেকে আবারো রেল পরিষেবা চালু করলেন। এই সরায়গর নির্মলি স্টেশনের সঙ্গে আসুনপুর কুফা স্টেশন সংযুক্ত হয়ে গিয়েছে। রবিবার রাধাপুর থেকে নির্মাণের মধ্যে গতি পরীক্ষার জন্য প্রথম ইঞ্জিন পাঠানো হয়ে গিয়েছে এবং জানা যাচ্ছে সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে এই নির্মালি রেলস্টেশন।

তবে রেল কর্তৃপক্ষ জানাচ্ছি লাইন প্রস্তুত হয়ে গেলেও কিন্তু ট্রেন চলাচল এখনই শুরু হবে না। আরো বেশ কিছুদিন অপেক্ষা করবে কেন্দ্রীয় রেলমন্ত্রক। আপাতত শুধুমাত্র স্পিড ট্রায়াল হবে। তবে খুব শীঘ্রই এই স্টেশনে রেল চলাচল শুরু করে দেওয়া হবে। এতদিন পরে ট্রেনের ইঞ্জিন ঢুকছে স্টেশনে, আর তা দেখতে রেলওয়ে কর্মকর্তাদের মধ্যে ছিল উৎসবের মেজাজ। অন্যদিকে এলাকার মানুষ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। অনেকে তো আবার পুজো করে বরণ করে নিলেন ট্রেনের ইঞ্জিন কে। জয়ধ্বনি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে।