জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতর তোর্ষা নদীর চরের বিস্তীর্ণ তৃণভূমিতে আগুন লাগে সোমবার। জলদাপাড়ার মালংগি বিটের ১ ও ৩ নম্বর কম্পার্টমেন্টের মাঝখানে ঘাসের জঙ্গল শুকনো হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। জলদাপাড়ার ডিএফও কুমার বিমল বলেছেন, নদীতে মাছ ধরতে আসা কারোর ফেলা জ্বলন্ত বিড়ির টুকরো শুকনো ঘাসে পড়ে ছড়িয়ে যায় আগুন। প্রায় ৭০ থেকে ৭৫ হেক্টর জমির জঙ্গল ভস্মীভূত হয়েছে বলে জানা যায়।
পুড়ে যাওয়া নদীর চরের তৃণভূমি গন্ডারের বিচরণক্ষেত্র, ঘাসের জঙ্গল পুরোপুরি শুকিয়ে যাওয়ায় গন্ডাররা নদীর চর থেকে জঙ্গলের দিকে সরে যায়। ফলে তাদের প্রানহানি হয়নি নইলে বিধ্বংসী আগুনে অনেক গন্ডারের মৃত্যুর আশঙ্কা ছিল। জঙ্গলের বেশ কিছু ছোটখাট জন্তুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : বড় ঘোষণা : ১ লক্ষ গরীব ছেলে মেয়েকে টাকা দেবে মমতা সরকার
সোমবার হাওয়ার তীব্রতায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে, স্থানীয় মানুষজন আগুন নেভাতে এগিয়ে যান, পেয়ে ঘটনাস্থলে যান বনকর্মীরাও।ফালাকাটা দমকল অফিসে খবর দিলে দমকলকর্মীরা আসে, তবুও আগুন নেভাতে অনেক ঝক্কির সম্মুখীন হতে হয়। সোমবার রাত আটটা নাগাদ আগুন লাগে যা নিয়ন্ত্রণে আনতে প্রাত বারোটা বেজে যায়।
প্রতিবছরই এই সময় ঘাসের জমি শুকিয়ে যায়। এর আগেও নদীতে মাছ ধরতে আসা মানুষজনের ফেলে যাওয়া বিড়ির আগুনে আগুনও ধরেছে তবে তা এরকম ভয়ানক আকার ধারণ করেনি, সেসব আগুন সহজেই নিভিয়ে ফেলা গেছিল কিন্তু সোমবার হাওয়া থাকায় এই আগুনই কয়েক মুহূর্তে ছড়িয়ে পড়ে ।