কলকাতা : দূষণের সমস্যায় নাজেহাল দিল্লি। দীপাবলির পর থেকেই রাজধানীর বাতাসের মান খুবই খারাপ হয়ে গিয়েছে। ধোঁয়াশায় ঢেকে গিয়েছে চারপাশ। দূষণ থেকে বাঁচতে সাধারণ মানুষ বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছে, বন্ধ হয়েছে স্কুল কলেজ। এবার সেই একই দূষণ দেখা গেল কলকাতাতেও। কলকাতার বাতাসেও মাত্রা ছাড়াচ্ছে দূষণ। কালিপুজোর পর থেকেই এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে কলকাতা। কলকাতার বাতাসে দিনদিন বাড়ছে কার্বন মনোক্সাইডের পরিমাণ। দূষণ পরিস্থিতি খতিয়ে দেখতে খড়গপুর আইআইটির গবেষকদের নিয়ে কমিটি তৈরি করেছে পুর ও নগরোন্নয়ন দফতর।
মঙ্গলবার বেলা ১২ টায় রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দূষণ পরিমাপক যন্ত্রে দেখা যায়, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম, যাদবপুর, রবীন্দ্র সরোবর, বালিগঞ্জ, বিধাননগরে দূষণের মাত্রা খুবই বেশি। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানাচ্ছে, কালীপুজোর রাতেও এত দূষণ ছিলনা কলকাতার বাতাসে। কিন্তু তারপরে দূষণের মাত্রা অত্যধিক পরিমাণে বেড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শহরের বাতাসে অতিসূক্ষ্ম ধূলিকণার স্বাভাবিক মাত্রা ৬০ মাইক্রোগ্রাম। কিন্তু কলকাতার কিছু অঞ্চলের বাতাসে এই পরিমাণ দুই তিন গুণ পর্যন্ত বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন। পুর ও নগরোন্নয়ন দফতরের তরফ থেকে পরিস্থিতি খতিয়ে দেখে খড়গপুর আইআইটির গবেষকদের নিয়ে কমিটি তৈরি করা হয়েছে।