অফবিট

গর্বের মুহুর্ত! কল্পনা চাওলার পর ফের মহাকাশে যাচ্ছেন ভারতীয় কন্যা

Advertisement

মনে পরে সেই কল্পনা চাওলাকে ? কে ছিলেন তিনি? যদি ভুলে গিয়ে থাকেন, তবে আপনার সেই পুরানো স্মৃতি মনে করে দিতে পারে আমাদের আজকের প্রতিবেদন। কল্পনা চাওলার পরে এই প্রথমবার মহাকাশ অভিযানে যাচ্ছেন ভারতীয় বংশদ্ভুত এক কন্যা। কে সেই কন্যা? তার নাম সিরিশা বান্দলা। কে সে? চলুন জেনে নেওয়া যাক। একটা  পূর্বপ্রতিশ্রুতির মতো জেফ বেজোসের আগেই মহাকাশযাত্রা করছেন রিচার্ড ব্র্যানসন। উল্লেখ্য তাঁর সঙ্গী হতে চলেছেন এক ভারতীয় কন্যা। তিনি সরকারি বিষয়ক ও সংস্থার গবেষণা কার্যক্রমের সহ-সভাপতি সিরিশা বান্দলা।

অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার সিরিশা দ্বিতীয় ভারতীয় মহিলা যিনি কল্পনা চাওলার পর মহাকাশে যেতে চলেছেন। ২০০৩-এ কলম্বিয়া দুর্ঘটনার পর মহাকাশে এই প্রথম ভারতীয় মহিলা হিসেবে যাবেন তিনি। ২০১৫ সালে ভার্জিন গ্যালাকটিক-এ সরকারী বিষয়ক ব্যবস্থাপক হিসাবে যোগদান করেছিলেন সিরিশা। উল্লেখ্য তিনি ভার্জিন অরবিট-এর জন্য ওয়াশিংটন অপারেশন পরিচালনা করছেন যা একটি ৭৪৭ বিমান পাঠাচ্ছে মহাকাশে। জর্জিটাউন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্নাতকোত্তর করেছে সিরিশা।

সিরিশার এক আত্মীয় রামরাও কান্নেগন্তি বলেন, “সবচেয়ে দুর্দান্ত বিষয়টি হল তিনি রিচার্ড ব্র্যানসনের সঙ্গে যাওয়ার সুযোগ পেয়েছেন। আমরা সকলেই তার জন্য খুব গর্বিত এবং তার নিরাপদ ভ্রমণের শুভেচ্ছা জানাচ্ছি”। উল্লেখ্য, ভারতীয় হিসেবে রাকেশ শর্মা মহাশূন্যে যাত্রা করা প্রথম ভারতীয়। অন্যদিকে সিরিশার আগে কল্পনা চাওলা এবং ইন্দো-আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস মহাকাশে যাত্রা করেছিলেন।

Related Articles

Back to top button