মামলা শুরুর তিন বছর পর নারদ মামলার প্রথম গ্রেফতারি হয়।বৃহস্পতিবার নারদকান্ডে যুক্ত আইপিএস অফিসার এস এম এইচ মির্জার জেরা চলাকালীন তার বক্তব্যে একাধিক অসঙ্গতি থাকায় তাকে গ্রেপ্তার করে সিবিআই। এবং শুক্রবার তদন্তের স্বার্থে বিজেপি নেতা মুকুল রায়কে জেরা করার জন্য তলব করে সিবিআই।কিন্তু দলের নানা কর্মসূচি থাকায় ওইদিন হাজিরা দিতে পারবেন না বলে প্রতিনিধি মারফত চিঠি পাঠান মুকুল। এবং শনিবার তাঁকে আসার নির্দেশ দেন সিবিআই।
তাই আজ, শনিবার নারদকান্ড নিয়ে প্রায় আড়াই ঘন্টা মুকুল রায়কে জেরা করলো সিবিআই। জেরার করার পর বাইরে এসে তিনি জানান যে,এসএমএইচ মির্জা যে টাকার নেওয়ার কথা বলে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। তদন্তে সহযোগিতা করতে রাজি আছেন বলে জানান তিনি এবং পুনরায় ডাকা হলে আবার আসবেন বলেন তিনি। তিনি আরও বলেন যে, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কিন্তু এভাবে আমাকে দমানো যাবে না।”