বিশ্বের অন্যান্য দেশের মতো করোনার থাবাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ট্রাম্পের দেশ। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন । তার সাথে করোনা সংক্রমণ রোধ করার জন্য কি কি করণীয় সেইরকম একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা ও করেছেন। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। আক্রান্ত হয়েছেন ১৫০০ জনের ও বেশি।
এরকম পরিস্থিতে প্রথমে ট্রাম্প করোনা টেস্টের জন্য সম্মতি না দিলেও এখন নিজের মেডিক্যাল পরীক্ষা করাতে চান। প্রথমে তার আপত্তি ছিল কারণ করোনার কোনও ধরনের লক্ষণ ছাড়াই কেন তাঁর টেস্ট করা হবে। কিন্তু এখন সাংবাদিকদের কাছে ঘোষণা করেছেন যে তিনি টেস্ট করতে চান।
আরও পড়ুন : করোনাতে মৃত্যু হলে ৪ লক্ষ ক্ষতিপূরণ দেবে কেন্দ্রীয় সরকার
প্রসঙ্গত, তিনি বেশ কয়েকদিন আগে ব্রাজিলের প্রেসিডেন্ট ও তার সহকর্মীর সাথে দেখা করেছিলেন। পরে শোনা যায় যে ব্রাজিলের প্রেসিডেন্ট করোনাতে সংক্রমিত হয়েছেন। আর তারপরই ট্রাম্পকে সমালোচনা করা হয় যে তিনি ওই রোগীর সংস্পর্শে গিয়েও এখনো কেন করোনা টেস্ট করাচ্ছেন না। এতদিন পর হলেও ট্রাম্প রাজি হয়েছেন। তবে তিনি স্পষ্ট বলেছেন যে করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন বলে যে টেস্ট করাচ্ছেন সেটা একদম নয়। বর্তমান পরিস্থিতিতে মনের সান্ত্বনার জন্যই তিনি এই টেস্টে সম্মতি জানিয়েছেন।