Today Trending Newsনিউজপলিটিক্স

দিল্লি নির্বাচনে হারের পর, বিজেপির নজর বাংলার পুরভোট

Advertisement

দিল্লি নির্বাচনে পরাজিত হয়ে বিধানসভা ভোটে জেতার লক্ষ্য হিসেবে এগিয়ে থাকতে চায় পুরভোটকে হাতিয়ার করে। দিল্লিতে হারের পর বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছে বাংলায় ক্ষমতা দখল করতে। আর তাই বাংলায় জয়ের লক্ষ্যে জোরদার করছে নিজেদের রণনীতি এবং কৌশল। পুরসভার ভোটকে গুরুত্ব দিয়ে বিজেপি ১৫ ফেব্রুয়ারি বৈঠকে বসছে। বিজেপি মনে করছে পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি যদি পুরভোটে হয় তাহলে তাদের ফায়দা বেশি। পঞ্চায়েত ভোটের ফল ফল মিলেছিল ২০১৯ সালে। পুরভোটেও তেমনই হল ২০২১ সালের বিধানসভা নির্বাচনে লাভ হবে বিজেপির।

সে সময় পঞ্চায়েত ভোটে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে না পারায় হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গোটা রাজ্যে।
মুকুল রায়ের নেতৃত্বে ৫৭ জনের কমিটি গঠন করছে বিজেপি আসন্ন পুরভোটের জন্য। রাজ্য বিজেপর সাধারণ সম্পাদক সঞ্জয় সিং হয়েছেন মুকুল রায়ের ডেপুটি।

আরও পড়ুন : ‘CAA, NRC, NPR-এর তথ্য সংগ্রহ করছে ব্যাংক ও ডাকঘর’, অভিযোগ মমতার

দিলীপ ঘোষ, রীতেশ তিওয়ারি যিনি শ্রীরামপুর পুরভোটের দায়িত্বে থাকছেন, এবং রাহুল সিনহাও থাকছেন কমিটিতে। কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয়ও উপস্থিত থাকছেন এই কমিটিতে।এছাড়াও রাজ্যের ১৮ জন সাংসদ, তৃণমূল থেকে আসা বিধায়করাও রয়েছেন কমিটিতে।  ১৫ ফেব্রুয়ারির এই বৈঠকে পুরভোটের প্রচার, প্রাথমিক প্রার্থী হিসেবে অগ্রাধিকার কারা পাবে সেইসব নিয়ে আলোচনা করা হবে।

Related Articles

Back to top button