দেশনিউজ

লকডাউনের পর একাধিক স্বল্প দূরত্বের ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল রেল

Advertisement

লকডাউনের কারণে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন পরিষেবা। লকডাউন উঠে গেলে কীভাবে স্বাভাবিক করা হবে সেই পরিষেবা, সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিভিন্ন সময়ে রেল পরিষেবা স্বাভাবিক করা নিয়ে উঠে এসেছে ভিন্ন ভিন্ন মতও। এরই মধ্যে ভারতীয় রেলের পক্ষ থেকে নেওয়া হলো বড়সড় সিদ্ধান্ত। লকডাউনের পর মুনাফা বাড়াতে একাধিক স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল। তার বদলে বাড়ানো হবে পণ্যবাহী ট্রেনের সংখ্যা।

করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ আটকাতে দেশ জুড়ে লকডাউন জারি করা হয়। এই সময় গোটা দেশেই বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। তবে চলছে পণ্যবাহী ট্রেন। এই লকডাউনের সময়কালে ভারতীয় রেলের পক্ষ থেকে এক সমীক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সেই রিপোর্টে বলা হয়েছে, সাধারণ মানুষ স্বল্প দূরত্বের যাতায়াতের ক্ষেত্রে ট্রেনের পরিবর্তে বাসকেই বেশি পছন্দ করেন। অন্যদিকে, বেশি দূরত্বের ক্ষেত্রে ট্রেনের পরিবর্তে বিমানে যাতায়াত পছন্দ তাদের। শুধুমাত্র, মাঝামাঝি দূরত্বের ক্ষেত্রে ট্রেন সফর পছন্দ করেন মানুষ।

এই রিপোর্টের উপর ভিত্তি করে, তুলে নেওয়া হতে পারে বেশ কিছু স্বল্প দূরত্বের ট্রেন। তার বদলে বাড়ানো হতে মধ্যম দূরত্বের ট্রেন। তবে যাত্রীবাহী ট্রেন কমিয়ে সেই সময় পণ্যবাহী ট্রেনকে দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে। কারণ হিসেবে বলা হচ্ছে, রেলের অধিকাংশ আয় আসে পণ্যবাহী ট্রেন থেকে। সেই আয় থেকে যাত্রীবাহী ট্রেনের ভর্তুকি দেওয়া হয়। এমনিতেই রেলের আয় তলানিতে। তাই মুনাফা বাড়াতে যাত্রীবাহী ট্রেন বাতিলের পথে হাঁটতে পারে ভারতীয় রেল।

Related Articles

Back to top button