দেশনিউজ

ভ্যাকসিন প্রয়োগ দেখা দিতে পারে পার্শপ্রতিক্রিয়া, রাজ্যগুলিকে আগাম প্রস্তুতি নেওয়ার বার্তা কেন্দ্রের

Advertisement

নয়াদিল্লি: আচমকা হঠাৎ করে পুনরায় দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। যার জেরে মহারাষ্ট্রে ইতিমধ্যেই লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশের অন্যান্য রাজ্যগুলিতে হয়তো লকডাউন ঘোষণা করা এখনও পর্যন্ত হয়নি, কিন্তু তা বলে করোনা পরিস্থিতি সেইসব রাজ্যে একদম ঠিকঠাক, এমনটা জোর দিয়ে বলা যাচ্ছে না। রাজ্যের করোনা চিত্রও মোটের ওপর খুব একটা ভাল নয়। এরই মধ্যে এখনও সন্ধান মেলেনি করোনা ভ্যাকসিনের। তবে খুব শিগগিরই মিলবে সবুজ সংকেত, শুরু হবে ভ্যাকসিনেকর গণবন্টন। এমনটাই আশার বাণী শুনিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু তারই মধ্যে কেন্দ্রের নতুন ঘোষণা ভয় দেখাচ্ছে দেশবাসীকে। কেন্দ্রের বক্তব্য অনুযায়ী জানা যাচ্ছে, করোনা ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে কিছু মারাত্মক পার্শপ্রতিক্রিয়া থাকতে পারে। সেক্ষেত্রে শুধু ভ্যাকসিন দিলেই কাজ শেষ হচ্ছে না, রোগীকে পর্যবেক্ষণ এবং প্রতিটি পরিস্থিতি সামাল দেওয়ার মতো পরিকাঠামোও চাই। এই মর্মেই কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে একটি চিঠি দেওয়া হয়েছে।

গত সপ্তাহেই প্রতিটি রাজ্যের সঙ্গে যোগাযোগ করে এই বার্তা দেওয়া হয়েছে। কেন্দ্রের বার্তা, এই ভ্যাকসিন ব্যবহারের ক্ষেত্রে বহু পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভবানা রয়েছে। সেক্ষেত্রে রোগীর উপসর্গ বুঝে সেই মতো দাওয়াইয়ের ব্যবস্থা করতে হবে।কিন্তু এখন প্রশ্ন হল কী ব্যবস্থা নেবে রাজ্যগুলি? সূত্রের খবর, কেন্দ্র চায় ৩০০টি মেডিক্যাল কলেজ এবং অন্যান্য সরকারি হাসপাতালগুলি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তৈরি থাকুক। ভ্যাকসিন প্রয়োগের সময়ে প্রতিটি হাসপাতালে নিউরোলজিস্ট. কার্ডিওলজিস্ট. শ্বাসপ্রশ্বাস বিশেষজ্ঞ রাখা জরুরি। কিন্তু এর বাইরে কী ব্যবস্থা নেবে রাজ্যগুলি, তা নিয়ে সুস্পষ্ট ধারণা এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

কেন্দ্র বলছে, মেডিক্যাল কলেজগুলিতে Adverse Events Following Immunization-এর কারিগরি সমন্বয়ী বিভাগ কাজ করবে। কমিউনিটি মেডিসিন বিভাগের ক্লিনিকাল বিশেষজ্ঞরা এই AEFI কমিটির সঙ্গে সংযোগ রক্ষা করে কাজ করবে। এই কমিটিতে থাকবে ড্রাগ ইন্সপেক্টররাও। ফলে ভ্যাকসিন এলেই যে সকলে নিশ্চিন্ত হয়ে পড়বে, এমনটা নয়। ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনও সময় যে কারোর শরীরে দেখা দিতে পারে। তাই করোনা যে এখনই ঘাড় থেকে নেমে পড়বে ভ্যাকসিন এলে, এমনটা কিন্তু বলা যাচ্ছে না।

Related Articles

Back to top button