নিউজরাজ্য

গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত বাসন্তী

Advertisement

বাসন্তী: অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা দিয়েছে বাসন্তীতে। বাড়ি ভাঙচুর, ধারালো অস্ত্র দিয়ে দুই ব্যক্তির ওপর কোপ, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এসবকিছুতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাসন্তী। এর আগেও বহুবার এমন ঘটনার সাক্ষী থেকেছে এলাকার মানুষজন। কার্যত আতঙ্কে দিন কাটছে ওখানকার বাসিন্দাদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের যুব নেতা করার কারণে দুই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরেছে দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তি আলাউদ্দিন লস্কর ও জুলফিকার মোল্লাকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের কলকাতায় চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অন্যদিকে বাসন্তীর ভারতগড়েও অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, সেখানে দশটি বাড়ি কার্যত ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে পুলিশ এলে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়েছে বলে খবর। সেখানকার মানুষজন কার্যত এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে। এভাবেই দুটি বিক্ষিপ্ত ঘটনায় কার্যত উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী। দুই এলাকাতেই পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে স্থানীয়দের মত, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই মূলত বারবার উত্তপ্ত হয়ে উঠছে বাসন্তী। গোষ্ঠী সংঘর্ষ মেটাতে পুলিশ খুব একটা পদক্ষেপ নিচ্ছে না বলেও স্থানীওদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে।

Related Articles

Back to top button