Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘শাহিনবাগে আন্দোলনরত মহিলারা কী এমন খাচ্ছে, যে ঠান্ডাতেও মরছে না?’ আবার বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের

রাজ্যে পুরভোটের দামামা বেজে উঠেছে। শাসকদলের সঙ্গে টেক্কা দিয়ে সমানে সমানে লড়াই জারি রেখেছে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন, লড়াই…

Avatar

রাজ্যে পুরভোটের দামামা বেজে উঠেছে। শাসকদলের সঙ্গে টেক্কা দিয়ে সমানে সমানে লড়াই জারি রেখেছে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন, লড়াই এত সহজ নয়, ময়দান ছেড়ে দেওয়া হবে না শাসকদলকে। ভোটের ময়দানে লড়াই হবে সেয়ানে সেয়ানে। শাসকদলকে লড়াইয়ের বার্তা দিতে গিয়ে মেদিনীপুরের সাংসদের মন্তব্য, ‘কয়েক বছর আগে পশ্চিমবঙ্গে আমাদের তেমন শক্তি ছিল না, তবু আমরা লড়াই করেছি। এবার আমাদের সদস্য সংখ্যা ১ কোটি, সাংসদ ১৮ জন। শাসকদলকে এত সহজে ছেড়ে দেওয়া হবে না।’

আরও পড়ুন : ‘প্রধানমন্ত্রীর সাথে CAA নিয়ে আলোচনা করতে রাজি’ : মমতা

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপরই তিনি সিএএ বিরোধী অবস্থানের জন্য মুখ্যমন্ত্রীকে আক্রমন করেন। তিনি বলেন, ‘সিএএ বিরোধী অবস্থানের জন্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। তাই বুদ্ধিজীবীদের পাশে গিয়ে বসতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে।’ শাহিনবাগের আন্দোলনকারীদেরও এদিন আক্রমণ করেন তিনি। সিএএ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শাহিনবাগের প্রতিবাদকারীদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করে দিলীপ ঘোষ বলেন, ‘এত ঠান্ডাতেও আন্দোলনকারী মহিলা ও শিশুদের কিছু হচ্ছে না। কী এমন খাচ্ছে ওরা? ওরা কি অমৃত খাচ্ছে যে এত ঠান্ডাতেও মরছে না?’ দিলীপ ঘোষের এমন মন্তব্যের নিন্দায় সরব হয়েছে বিরোধীরা।

About Author