Today Trending Newsদেশনিউজ
বাজেট শেষেই রেকর্ড দাম বাড়লো সোনার, বাজেটে অখুশি মধ্যবিত্তরা
Advertisement
বাজেটের ঠিক একদিন পরেই আবার দাম বাড়লো সোনার। বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের আতঙ্কের জেরে সারা পৃথিবী জুড়েই দাম বেড়েছে সোনার। আর তার ফলে দেশের বাজারেও সোনার দাম বেড়েছে অনেকটাই। রবিবার ০.১৭% দাম কমে সোনার দাম হয়েছে প্রতি ১০ গ্রামে ৪১,১২০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। রুপোর দাম ০.২% বেড়ে প্রতি কেজিতে ৪৭,০৭৫ টাকা হয়েছে।
আরও পড়ুন : প্রতিটি ঘরে স্মার্ট মিটার লাগানোর প্রস্তাব বাজেটে
বাজেটের ঠিক একদিন পর সোনা রুপোর দাম বেড়ে যাওয়ায় সাধারণ মধ্যবিত্ত মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই খুশি। গত কয়েকদিন পরপর দাম কমছিল সোনার। তারপর আবার হঠাৎ করে দাম বেড়ে যাওয়ার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যাবসায়ীরা সকলেই যে সমস্যার মধ্যে পড়বে সেকথা বলাই যায়।