বিবাহের মরসুমে ফের বাড়ল সোনার দাম, মাথায় হাত মধ্যবিত্তদের

প্রতিদিন ক্রমশ বেড়েই চলেছে সোনার দাম। গত সপ্তাহে টানা বাড়ার পর এই সপ্তাহের শুরু থেকে সোনার দামে পতন দেখা গিয়েছিল, কিন্তু গতকাল ও আজ আবার কিছুটা বাড়ল সোনার দাম। বিবাহের মরসুমের শুরুতে এইভাবে সোনার দাম বাড়ায় ব্যবসায়ীদের সাথে সাথে সাধারণ মানুষেরও যে অসুবিধা হবে সেকথা বলাই যায়।

আরও পড়ুন : আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, জানাল হাওয়া অফিস

রবিবারে কলকাতায় সোনার দাম:

  • পাকা সোনা, প্রতি ১০ গ্রাম ৪০,৪৪৫ টাকা
  • গয়না সোনা, প্রতি ১০ গ্রাম ৩৮,৩৭০ টাকা
  • হলমার্ক সোনা, ২২ ক্যারেট, প্রতি ১০ গ্রাম ৩৮,৯৪৫ টাকা

সোনার দামের সাথে সাথে রুপোর দামেও বৃদ্ধি হয়েছে বেশ কিছুটা। কলকাতায় আজ রুপোর দাম ছিল

  • রুপোর বাট, প্রতি কেজি ৪৬,৬০০ টাকা
  • খুচরো রুপো, প্রতি কেজি ৪৬,৭০০ টাকা।