উত্তর বঙ্গোপসাগরে আগামী ১৯শে জুন একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে চলতি সপ্তাহে টানা বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাজ্যে বৃষ্টি বাড়বে এই নিম্নচাপের প্রভাবে। আগামী রবিবার পর্যন্ত রাজ্যে চলবে টানা বৃষ্টি। উত্তর এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। নিম্নচাপ তৈরি হতে পারে এই আশঙ্কায় বুধবার থেকে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে।
নতুন তৈরি হতে চলা এই নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রশাসনের তরফে মৎসজীবীদের উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে যেতে মানা করা হয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার, কোচবিহারে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
আগামী ২৪ ঘটাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া সহ প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস আছে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই প্রতিদিন কমবেশি বৃষ্টি হচ্ছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৯-৯৫ শতাংশ।