ফের রবি ঠাকুরের গানকে বিকৃত করে ক্লাসরুমে অশ্লীল গান পড়ুয়াদের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
আবার রবি ঠাকুরের গানকে বিকৃত করে অশ্লীল গান পড়ুয়াদের এবার বারাসাতের এক স্কুলে, সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসবে কিছু পড়ুয়ার অশ্লীল, রুচিহীন ঘটনাকে কেন্দ্র করে তুমুল সমালোচনার ঝড় ওঠে।বিভিন্ন মহলে সেই ঘটনার প্রতিবাদ করা হয়, তার দিনকয়েক পর বারাসত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাইস্কুলের একদল ছাত্রের বিরুদ্ধে ক্লাসে রবি ঠাকুরের গান অশ্লীল শব্দ সহ গাওয়ার অভিযোগ উঠল। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
গতকাল যে সময় বারাসতে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচিতে যোগ দিয়ে একদিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেন বারাসাতের বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত, অপরদিকে সেই সময় বারাসতের এক বিদ্যালয়ের ছাত্রদের বিকৃত ও অশ্লীল ভাবে রবি ঠাকুরের গানের ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য করেননি চিরঞ্জিত, তিনি এ ব্যাপারে অবগত নন বলেই জানিয়েছেন।
আরও পড়ুন : প্রতিবাদের পদ্ধতিতে রয়েছে রবীন্দ্রভারতীর ছোঁয়া, অভিনব কায়দায় প্রতিবাদ খড়গপুর ছাত্রীদের
গতকাল বারাসতে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচিতে যোগ দিয়ে বারাসাতের বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত জানান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসবে যে ঘটনা ঘটেছে তা ভয়ঙ্কর। অশ্লীল শব্দের ব্যবহার বিদেশে সিনেমায় থাকলেও তা ঐতিহ্যময় বাংলায় চলে না। বাংলায় সাংস্কৃতির অবক্ষয়ের দিকটি তুলে ধরে এই ধরনের ঘটনা। তবে আয়োজকদের বেশি দায়িত্বশীল ও সচেতন হওয়া দরকার ছিল বলে জানান তিনি। উক্ত ঘটনায় বিশ্বভারতীর কর্তৃপক্ষকে ক্লিনচিট দিয়েছেন তিনি।