আবার ব্যাংক এবং ATM এর ক্ষেত্রে ফিরে আসছে পুরোনো নিয়ম, কবে ফিরছে এই নয়ম
করোনা আবহে ছেয়ে গিয়েছে গোটা দেশ। যার ফলে মার্চ মাস থেকে দেশ জুড়ে টানা চলছে লকডাউন পর্ব। বন্ধ হয়ে যায় সমস্ত কাজকর্ম, সরকারি ও বেসরকারি অফিস। আর তার ফলেই আর্থিক সংকট একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে গোটা দেশ জুড়ে। সেই কারণে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের সুবিধা ঘোষণা করা হয় কেন্দ্রের তরফ থেকে। সেরকম ভাবেই ব্যাঙ্ক ও এটিএমেও এসেছে কিছু ছাড়। আগে এটিএমে পাঁচ বারের বেশি টাকা তুললে কাটা হত নির্দিষ্ট পরিমাণ চার্জ। অর্থাৎ পাঁচ বারের বেশি টাকা তুললে ৮ থেকে ২০ টাকা কেটে নেওয়া হত।
গ্রাহক কত পরিমাণ টাকা তুলছেন তার উপর নির্দিষ্ট করা হত কত পরিমাণ চার্জ কাটা হবে। কিন্তু লকডাউনে যখন অর্থনৈতিক ভাবে সবাই বিপর্যস্ত তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এটিএমের ক্ষেত্রে আগামী তিন মাসের জন্য কিছু ছাড় ঘোষণা করেন। গত ২৪ শে মার্চ পুরাতন নিয়ম বদলে নতুন নিয়ম কার্যকর হয় যার মেয়াদ আগামী ৩০শে জুন পর্যন্ত। নতুন নিয়মে বলা হয়, আগামী ৩০শে জুন পর্যন্ত গ্রাহকেরা যত টাকাই এটিএম থেকে তুলুক তাতে কোনো চার্জ কাটা হবে না। আর এই সুবিধা মিলবে আগামী ৩০শে জুন পর্যন্ত।
এছাড়া পুরাতন নিয়মে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্দিষ্ট কিছু টাকা না রাখলে চার্জ কাটা হত। যা নতুন নিয়মে কার্যকর নয়। নতুন নিয়মে ব্যাঙ্কে গ্রাহক যেমন খুশি টাকা জমা করতে পারে। তবে এই ছাড় বা সুবিধা আগামী ৩০শে জুন পর্যন্ত সরকারি ভাবে কার্যকর থাকবে। তারপর আবার পুরাতন নিয়মে ব্যাঙ্ক ও এটিএম পরিচালিত হবে কিনা সে বিষয়ে স্পষ্টত কিছু জানায়নি কেন্দ্র বা ব্যাঙ্ক কতৃপক্ষ। তাই আগামী ৩০শে জুনের পর ১লা জুলাই থেকে ব্যাঙ্কে আবার পুরাতন নিয়ম চালু হবে কিনা সে বিষয়ে নতুন নির্দেশিকা জারি হয়নি কোনো ক্ষেত্রেই।