লকডাউন আর করোনা এই দুইকে কোনো তোয়াক্কা না করেই ধারাবাহিক নিজের মতো করে চলছে। নাই বা হল লাইট ক্যামেরা অ্যাকশন। বাড়িতেই বসে মোবাইলে শ্যুট করে মা কাকিমার প্রিয় ধারাবাহিক গুলি সম্প্রচার হচ্ছে। আর তাতেই টিআরপির কামাল হচ্ছে। আর এই লকডাউন পর্বে প্রতিটি ধারাবাহিকে বেশ টান টান পর্ব চলবে। কে কোন ধারাবাহিক দেখবে বোঝা বেশ কঠিন।
গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় প্রথম স্থানে জি বাংলার মিষ্টি মেয়ে মিঠাই। মিঠাইকে কোনো ভাবে টিআরপির তালিকাতে প্রথম থেকে দ্বিতীয় স্থানে করা হচ্ছেনা।এই সপ্তাহেও ১১.৯ পেয়ে প্রথম স্থানে এগিয়ে গেল মিঠাইয়ের মোদক পরিবার। তবে নাম্বারের ক্ষেত্রেও অনেকটাই পিছিয়ে রয়েছে অন্যান বাকি ধারাবাহিকগুলি।
মিঠাই এর জায়গা নিতে পারছে না অন্য কোন ধারাবাহিক। তবে এবারে শ্যামাকে পিছনে ফেলে অপু আর দীপু বাবু দ্বিতীয় স্থানে উঠে এল। অপুর শ্বশুরবাড়িতে ধুমধাম করে রবীন্দ্রজয়ন্তী উদযাপন। আর তাতেই টিআরপিতে দ্বিতীয় স্থান দখল করলো এই ধারাবাহিক। তবে এই ধারাবাহিক ১১.৯ এর থেকে বেশ খানিকটা কম ৯.৯ পেয়ে দ্বিতীয় স্থানে জায়গা পেল। অপরাজিতা অপু।
৮.৮ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার দুটি ধারাবাহিক, কৃষ্ণকলি এবং যমুনা ঢাকি। একদিকে শ্যামা নিজের পুরোনো ছেলেকে কাছে পাবে অন্যদিকে যমুনা ঢাকি প্রতিযোগিতাতে জিতে নিল সেরার শিরোপা। ৮.১ পেয়ে চতুর্থ স্থানে করুণাময়ী রানী রাসমণি। রানী রাসমনির প্রস্থান পর্বের প্রোমো দেখার পরও টিআরপি তালিকায় সেরকম জায়গা করতে পারল না এই ধারাবাহিক।
অন্যদিকে মিঠাইয়ের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে গুনগুন। ৭.৪ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার খড়কুটো। তবে সেরা পাঁচে গুনগুন জায়গা পেয়েছে। তবে গুনগুন এসপ্তাহে স্টার জলসায় টিআরপির খাতা খুলেছে। আর ষষ্ঠ স্থানে এগিয়ে এসেছে স্টার জলসার মহাপীঠ তারাপীঠ। ৭.৩ তে ষষ্ঠ স্থানে রয়েছে ধারাবাহিক। ৬.৯ পেয়ে সপ্তম স্থানে স্টার জলসার গঙ্গারাম।
৬.৫ তে অষ্টম স্থানে রয়েছে স্টার জলসার শ্রীময়ী। তবে জুন আন্টি আবার ফিরছে। এখনো জুন নিজের স্বরুপ না ধরলেও ভবিষ্যতে কি কারসাজি করতে চলেছে তা জানা নেই। আর ৫.৯ পেয়ে নবম স্থানে স্টার জলসার গ্রামের রানী বীণাপাণি এবং ৫.৭ পেয়ে দশম স্থানে রয়েছে স্টার জলসার দেশের মাটি।
গত সপ্তাহেও প্রথম পাঁচ এর মধ্যে জায়গা করে নিতে পারেনি স্টার জলসা। তবে ট্র্যাক হচ্ছে কিছু গল্পের, তাই পরবর্তী সময়ে টিআরপি তালিকায় স্টার জলসা কিছু অদল-বদল আনতে পারে কিনা সেটাই এখন দেখার। তবে এবারেও সেরা দশে জায়গা করে নিতে পারলোনা বরণ ধারাবাহিক।
একনজরে ধারাবাহিকের সেরা দশের তালিকা দেখে নিন।
১.মিঠাই – ১১.৯
২.অপরাজিতা অপু – ৯.৯
৩.কৃষ্ণকলি ও যমুনা ঢাকি – ৮.৮
৪.রানী রাসমণি – ৮.১
৫.খড়কুটো – ৭.৪
৬.মহাপীঠ তারাপীঠ – ৭.৩
৭.গঙ্গারাম – ৬.৯
৮.শ্রীময়ী – ৬.৫
৯.গ্রামের রাণী বীণাপাণি – ৫.৯
১০.দেশের মাটি – ৫.৭