ক্রমশ বেড়েই চলেছে সোনার দাম। বিয়ের মরশুমের আগে যেভাবে সোনার দাম দেশে বেড়ে যাচ্ছে , তাতে রীতিমতো উদ্বেগ বাড়ছে ব্যবসায়ী মহলে। গত মঙ্গলবার থেকেই বেড়ে চলেছে সোনার দাম। আজ, সোমবার নতুন রেকর্ড ছুঁয়ে ফেলল সোনা। একধাক্কায় ২৫% দাম বেড়ে গেলো সোনার। বর্তমানে সোনার দাম গিয়ে ঠেকেছে প্রতি ১০ গ্রামে ৩৮,৯৪০ টাকায়। শুধু সোনা নয়, বেড়েছে রুপোর দামও। ১% বেড়েছে রুপোর দাম। রুপোর দাম প্রতি কেজিতে ঠেকেছে ৪৫,০৫৮ টাকায়। প্রসঙ্গত ২০১৬ এর অক্টোবর মাসের পর এটাই রুপোর সর্বোচ্চ দাম। সেই বছরের অক্টোবরে সময়ে ৪৫,১৪৮ টাকা পর্যন্ত উঠেছিল রুপোর দাম। চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যেভাবে বাণিজ্যিক যুদ্ধ চলছে তার দরুনই গোটা বিশ্বে ঊর্ধ্বগামী সোনার দাম।
Related Articles
PM Awas Yojona: বাংলার মানুষ কবে পাবেন আবাস যোজনার টাকা? বড় ঘোষণা করলো মমতা সরকার
November 20, 2024
Aadhaar PAN Card Link: আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করুন, দিতে হবে না ১০০০ টাকা জরিমানা, জানুন বিস্তারিত
November 20, 2024