লকডাউন কাটিয়ে ফের কলকাতার পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। পুজোর আগে থেকেই চেনা ছন্দে ফিরেছে শহর কলকাতা। ভিড় বেড়েছে মেট্রো রেলে। বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এর মধ্যে স্কুল খুলছে মঙ্গলবার। ফলে পাতালপথে ভিড় বাড়তে চলেছে স্কুল পড়ুয়াদের। তাই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি বাড়ানো হচ্ছে একাধিক মেট্রোর সংখ্যা। আসছে মেট্রোর সময় সূচীতে বদল। সোম থেকে শুক্রবারের পাশাপাশি বদলাতে চলেছে শনিবারের ট্রেনের সংখ্যাও। আগামীকাল থেকে যাত্রীদের জন্যে শুক্রবার অবধি মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে।
গত ২৫ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে মেট্রোর সংখ্যা বাড়িয়ে ১৭৮ থেকে ২১৪ করা হয়েছিল। পুজোর আগে ৪ অক্টোবর থেকে মেট্রোর সংখ্যা আপ ও ডাউনে বাড়িয়ে করে দেওয়া হয় ২৬৬টি। স্কুল খোলাতে আগামীকাল থেকে ৬টি বেড়ে হবে ২৭২টি। আগামী ২০ নভেম্বর থেকে শনিবার ও রবিবার সাধারণ যাত্রীরাও মেট্রো রেলে যাতায়াত করার সুযোগ পাবেন। তবে এখনও টোকেন ব্যবহারের অনুমতি পাওয়া যায়নি৷ তাই যাত্রীদের যাতায়াত করতে হবে স্মার্ট কার্ড নিয়েই। আগে শনিবার ২১৪টি মেট্রো যাতায়াত করে৷ এর মধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রোর সংখ্যা ছিল ১৫১টি। তবে ২০ নভেম্বর থেকে আপ ও ডাউনে আরও ৬টি মেট্রো চলবে। ফলে শনিবার মেট্রো যাতায়াত করবে ২২০টি।
শুধু শনিবার মেট্রোর সংখ্যা বাড়ানো হয়নি, পাশাপাশি মেট্রো চলাচলের সময় এগিয়ে আনা হচ্ছে। দক্ষিণেশ্বরমুখী প্রথম মেট্রো সকাল ৮টার পরিবর্তে সকাল ৭টায় ছাড়বে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেন সকাল ৮টার বদলে সকাল ৭টায় ছাড়বে। সকাল এবং সন্ধ্যাতেও অফিস যাত্রীরা মুলত যে সময় যাতায়াত করেন তাদের জন্যেও মিলবে সুবিধা।
সোম থেকে শুক্রবার অফিস টাইমে কমছে দুই মেট্রোর ব্যবধান। রেল কর্তৃপক্ষ জানিয়েছে এই ব্যস্ত সময়ে সকাল ৯টা থেকে সকাল ১০ঃ৩০ অবধি যাত্রীরা ৫ মিনিট অন্তর মেট্রো পাবেন। এই নিয়ম জারি থাকবে বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা অবধি। তবে ডাউন লাইনে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা, আর সন্ধ্যা সাড়ে ৬’টা থেকে সন্ধ্যা ৭টা অবধি মেট্রো পাওয়া যাবে ৫ মিনিট অন্তর। তবে মেট্রোর সংখ্যা বাড়লেও কোভিড প্রটোকল মেনেই যাত্রীদের যাতায়াত করতে হবে।