দেশনিউজ

এয়ার ইন্ডিয়া শুরু করছে বুকিং, তবে রয়েছে বিশেষ শর্ত

Advertisement

এয়ার ইন্ডিয়ার তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে তাদের সংস্থার পক্ষ থেকে টিকিট বুকিং শুরু হবে খুব শীঘ্রই। জুন মাসের ১ তারিখ থেকে আন্তর্জাতিক সফরের জন্য এয়ার ইন্ডিয়া টিকিট বুকিং শুরু করছে। তবে মে মাসের ৪ তারিখ থেকে ডোমেস্টিক টিকিট বুকিং করা যাবে।

তবে এই টিকিট বুকিংয়ের ক্ষেত্রে কিছু শর্ত আছে।এখন কিছুদিন নির্দিষ্ট রুটেই চলবে এই পরিষেবা। দেশের বিভিন্ন মেট্রোপলিটন শহর যেমন- মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরুতে ডোমেস্টিক বিমান চলাচল শুরু করবে এয়ার ইন্ডিয়া।

করোনা মোকাবিলায় গত ২২ মার্চ থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। ২৫ মার্চ থেকে ঘরোয়া বিমান চলাচল বন্ধ করা হয়েছিল। দেশে প্রথম দফার লকডাউন চলেছিল টানা ২১ দিন। ১৪ এপ্রিল লকডাউনের সময়সীমা ছিল। যার জন্য বেশ কিছু বিমানসংস্থা বুকিং শুরু করেছিল। ফলে দ্বিতীয় দফার লকডাউন শুরু হলে যে সব যাত্রীরা টিকিট বুকিং করেছিলেন তাদের টাকা ফেরত পাওয়া যাবে বলে জানিয়েছেন ডিজিসিএ।

Related Articles

Back to top button