দেশনিউজ

দুই মাস পর দেশজুড়ে শুরু হল অভ্যন্তরীণ বিমান পরিষেবা, তালিকা থেকে বাদ বাংলা

Advertisement

দীর্ঘ দুমাস ধরে লকডাউনের জেরে বন্ধ ছিল বিমান পরিষেবা। তবে এবার চতুর্থ দফার লকডাউনের মধ্যে দেশজুড়ে চালু হয়েছে অভ্যন্তরীণ বিমান পরিষেবা। ভোরবেলা থেকেই দেশের বিভিন্ন বিমানবন্দরে পরিষেবা শুরু হয়েছে। তবে আমফানের জন্য বাংলাতে ২৮ মে থেকে বিমান পরিষেবা চালু করা হবে। আজ সকালে দিল্লি বিমানবন্দরে যাত্রীদের ভিড় ছিল খুব বেশি। মুম্বাই, চেন্নাইতে ও ভিড় ছিল। তবে যেহেতু ২৫টি বিমান নামার অনুমতি পেয়েছে তাই যাত্রীসংখ্যা অনেকটাই কম ছিল।

বিমান পরিষেবা চালু হলেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বতার দিকে বেশি নজর দেওয়া হয়েছে। রবিবারই কেন্দ্রের তরফ থেকে নয়া নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই নির্দেশিকার সমস্ত নিয়মকানুন পালন করা হয়েছে। আজ সকাল থেকেই বিমানবন্দরগুলোতে স্যানিটাইজ করা হয়। এছাড়া সামাজিক দূরত্বতা বজায় রাখার চেষ্টা করা হয়েছে।

সোমবার সকালে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি টুইট করে বলেন যে বন্দে বারোটা মিশনের মাধ্যমে বিদেশ থেকে ৩০ হাজার ভারতীয়দের ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া ২৬ মার্চের পর ৯১৭ টন চিকিৎসা সামগ্রী নিয়ে আসা হয়েছে বলেও তিনি জানান। এছাড়া আজ অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু হয়েছে। ভারতের বিমান পরিষেবা সবসময় প্রথম সারিতে থাকে বলে তিনি জানিয়েছেন। প্রসঙ্গত, তামিলনাড়ু ও মহারাষ্ট্র সরকার প্রথমে আপত্তি জানালেও পরে শর্তসাপেক্ষ বিমান চালানোর অনুমতি দিয়েছে।

Related Articles

Back to top button