আমরা সকলেই জানি জিও মানেই অফারের ফুলঝুরি। এই মুহূর্তে ভারতের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড আম্বানির জিও। TRAI এর রিপোর্ট অনুযায়ী, আম্বানির জিও মোবাইল সাবস্ক্রাইবার এর দিক দিয়ে এয়ারটেলকে পেছনে ফেলে দ্বিতীয় নম্বরে উঠে এসেছে। ভারতের বাজারে নিজেদের আধিপত্য ক্রমশ বাড়িয়ে চলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। এবার জিওকে টেক্কা দিতে এবার নতুন অফার নিয়ে হাজির এয়ারটেল। ১৪৮ এবং ১২৯ টাকার নতুন প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল। ১৪৮ টাকার প্ল্যানে পাওয়া যাবে ১০০ টি করে এমএমএস, আনলিমিটেড কল, এয়ারটেল টিভি প্রিমিয়ারের সাবস্ক্রিপশন, আর ৩ জিবি নেট। কিন্তু এই প্ল্যানে কোনো ডেলি লিমিট থাকবেনা। এবং ১২৯ টাকার প্ল্যানে পাবেন ২ জিবি নেট, ১০০ টি করে এমএমএস, আনলিমিটেড কল, এয়ারটেল টিভি প্রিমিয়ার সাবস্ক্রিশন। দুটি প্ল্যানই এর সীমা ২৮ দিন।
Airtel এর আকর্ষনীয় দুটি নতুন প্ল্যান, পাবেন এই সুবিধা! তাড়াতাড়ি রিচার্জ করুন
আমরা সকলেই জানি জিও মানেই অফারের ফুলঝুরি। এই মুহূর্তে ভারতের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড আম্বানির জিও। TRAI এর রিপোর্ট অনুযায়ী, আম্বানির জিও মোবাইল সাবস্ক্রাইবার এর দিক দিয়ে এয়ারটেলকে পেছনে ফেলে দ্বিতীয়…
