রবিবার Bharti Airtel তার কম ইনকামের গ্রাহকদের জন্য ৪৯ টাকার একটি নতুন প্রি পেইড প্ল্যান লঞ্চ করে দিয়েছে। Airtel এর তরফ থেকে জানানো হয়েছে যে, বিনামূল্যেই সংস্থার ৫৫ মিলিয়ন Low Income কাস্টোমারদের এই রিচার্জ প্ল্যান অফার করা হবে। দেশের এই অতি সংকটজনক করোনা পরিস্থিতিতে কম রোজগারের গ্রাহকরা যাতে প্রিয়জনদের সাথে কানেকটেড থাকতে পারেন সেই জন্যই এই প্ল্যান নিয়ে এসেছে জনপ্রিয় টেলিকম কোম্পানি Airtel।
টেলিকম কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ৪৯ টাকার এই রিচার্জ প্ল্যানটি কম রোজগারের গ্রাহকদের এককালীন হিসেবে বিনামূল্যে অফার করা হবে। এই প্ল্যানে গ্রাহক পাবেন ৩৮ টাকার টকটাইম। অন্যদিকে গ্রাহক পাবেন ১০০ MB এর ডেটা অফার করা হয় এবং গ্রাহক পাবেন ২৮ দিনের বৈধতা। অন্যদিকে ৭৯ টাকার একটি প্ল্যানে গ্রাহক পাবেন দ্বিগুণ ডেটার বেনিফিট। Airtel এর পক্ষ থেকে লেখা হয়েছে,”এই কঠিন করোনা পরিস্থিতিতে আমাদের ৫৫ মিলিয়ন কম রোজগারের গ্রাহক এই রিচার্জ প্ল্যানের জন্য নিজের মানুষদের সাথে জুড়ে থাকতে পারবেন।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই সপ্তাহেই Airtel গ্রাহকরা এই সমস্ত বেনিফিটস এবং অফার পেতে শুরু করবেন। তবে এইবারই যে প্রথম তা নয়, আগের বছরেও কম রোজগারের গ্রাহকদের জন্য একই ধরনের অফার নিয়ে হাজির হয়েছিল Airtel। এই অফারের তালিকায় ছিল প্রি পেইড প্ল্যানের বৈধতা এক্সটেনশন এবং ১০ টাকা ক্রেডিট। এছাড়া Airtel app এর মাধ্যমে নিকটবর্তী ভ্যাক্সিনেশন সেন্টারের খোঁজ পাবেন গ্রাহকেরা, এমন ব্যবস্থাও করেছে কোম্পানি।