Airtel এর নতুন দুটি প্ল্যান, এবার আরও সস্তা!

এবার জিওকে টেক্কা দিতে এবার নতুন অফার নিয়ে হাজির এয়ারটেল। ১৪৮ এবং ১২৯ টাকার নতুন প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল। ১৪৮ টাকার প্ল্যানে পাওয়া যাবে ১০০ টি করে এমএমএস, আনলিমিটেড কল,…

Avatar

এবার জিওকে টেক্কা দিতে এবার নতুন অফার নিয়ে হাজির এয়ারটেল। ১৪৮ এবং ১২৯ টাকার নতুন প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল। ১৪৮ টাকার প্ল্যানে পাওয়া যাবে ১০০ টি করে এমএমএস, আনলিমিটেড কল, এয়ারটেল টিভি প্রিমিয়ারের সাবস্ক্রিপশন, আর ৩ জিবি নেট। কিন্তু এই প্ল্যানে কোনো ডেলি লিমিট থাকবেনা। এবং ১২৯ টাকার প্ল্যানে পাবেন ২ জিবি নেট, ১০০ টি করে এমএমএস, আনলিমিটেড কল, এয়ারটেল টিভি প্রিমিয়ার সাবস্ক্রিশন। দুটি প্ল্যানই এর সীমা ২৮ দিন।

About Author