টেক বার্তা

Airtel-এর সস্তা রিচার্জ অফার, ৩ জুলাইয়ের আগে রিচার্জ করুন, সিম থাকবে ১ বছর সক্রিয়

৩ জুলাই থেকে এয়ারটেলের রিচার্জ প্ল্যানের দাম বাড়ছে। তবে টেলিকম সংস্থা তাদের অনেক রিচার্জ প্ল্যানের রেট পরিবর্তন করেনি।

Advertisement
Advertisement

৩ জুলাই থেকে এয়ারটেলের রিচার্জ প্ল্যানের দাম বাড়ছে। তবে টেলিকম সংস্থা তাদের অনেক রিচার্জ প্ল্যানের রেট পরিবর্তন করেনি। 2 জুলাই পর্যন্ত আপনি এখনও পুরানো হারে আপনার নম্বর রিচার্জ করতে পারবেন। আমরা আপনাকে এয়ারটেলের একটি রিচার্জ প্ল্যান সম্পর্কে বলতে যাচ্ছি, যার জন্য আপনাকে এখন 2000 টাকারও কম খরচ করতে হবে।

Advertisement
Advertisement

এয়ারটেলের এই সস্তা রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা মোট ২৪ জিবি ডেটা এবং ৩৬০০ ফ্রি এসএমএসের সুবিধা পাবেন

এয়ারটেল তার ব্যবহারকারীদের 1799 টাকায় 365 দিনের বৈধতা দিচ্ছে। এয়ারটেলের এই সস্তা রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা মোট ২৪ জিবি ডেটা এবং ৩৬০০ ফ্রি এসএমএসের সুবিধা পাবেন। এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীদের ভারত জুড়ে যে কোনও নম্বরে কল করার জন্য সীমাহীন কলিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে। তবে এয়ারটেল এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা অফার করে না।

Advertisement

Airtel one yearly recharge plan

Advertisement
Advertisement

এখন রিচার্জ করলে ২০০ টাকা সাশ্রয়

3 জুলাইয়ের পর এয়ারটেলের এই প্ল্যান পাওয়া যাবে 2000 টাকায়। এখন রিচার্জ করলে ২০০ টাকা সাশ্রয় হবে। এছাড়াও, এয়ারটেলের 2999 টাকার প্ল্যানে 365 দিনের বৈধতাও দেওয়া হয়েছে। 3 জুলাই থেকে এর জন্য খরচ হবে 3599 টাকা। এই প্ল্যানে আনলিমিটেড ফ্রি কলিংয়ের পাশাপাশি ব্যবহারকারীরা দৈনিক 2 জিবি হাই স্পিড ডেটার সুবিধা পাবেন। এছাড়াও, ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন যে কোনও নেটওয়ার্কে 100 টি ফ্রি এসএমএসের সুবিধা পাবেন।

365 দিনের বৈধতা পাবেন

জিও ব্যবহারকারীরা 1559 টাকা এবং 2999 টাকার দুটি দীর্ঘ বৈধতা প্ল্যানের সাথে তাদের নম্বর রিচার্জ করতে পারবেন। এই দুটি প্ল্যানেই ব্যবহারকারীরা 365 দিনের বৈধতা পাবেন। 3 জুলাই থেকে এই প্ল্যানগুলির দাম হবে যথাক্রমে 1899 টাকা এবং 3599 টাকা।

Advertisement

Related Articles

Back to top button