Aisha Sharma: দিন দিন লাস্যময়ী হয়ে উঠছেন এই অভিনেত্রী, সোফায় উঠে দিলেন এমন পোজ

আয়শা শর্মা বলিউডের অন্যতম পরিচিত মুখ। ভাগলপুরের মেয়ে আয়শা। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেই উঠে এসেছেন তিনি। তবে রাজনীতি নিয়ে কোনদিনই তার বিশেষ মাথাব্যথা ছিল না। পরিবারের সদস্যরা রাজনীতির সাথে যুক্ত থাকলেও…

Avatar

আয়শা শর্মা বলিউডের অন্যতম পরিচিত মুখ। ভাগলপুরের মেয়ে আয়শা। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেই উঠে এসেছেন তিনি। তবে রাজনীতি নিয়ে কোনদিনই তার বিশেষ মাথাব্যথা ছিল না। পরিবারের সদস্যরা রাজনীতির সাথে যুক্ত থাকলেও পড়াশোনা শেষ করার পর আয়শা মডেলিং জগতে পা রেখেছিলেন। ২০১৬’তে ল্যাকমির পাশাপাশি একাধিক নামি ব্র্যান্ডের প্রমিনেন্ট ফেস হিসেবে নির্বাচিত হয়েছিলেন আয়শা। ঐ বছরেই আয়ুষ্মান খুরানার সাথে ‘ইক বারি’ গানের মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই মিউজিক ভিডিওটি তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছিল, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষায় রাখছে না।

Aisha Sharma: দিন দিন লাস্যময়ী হয়ে উঠছেন এই অভিনেত্রী, সোফায় উঠে দিলেন এমন পোজ

২০১৮’তে মিলাপ জাভেরি পরিচালিত ‘সত্যমেব জয়তে’ ছবি দিয়েই নিজের বলিউড ডেভিউ করেন আয়শা শর্মা। এই ছবিতে মনোজ বাজপেয়ী ও জন আব্রাহামের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাকে। তবে এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। এই মুহূর্তে মডেলিং দুনিয়ার অন্যতম নাম তিনি। বর্তমানে যত দিন যাচ্ছে তত বেশি লাস্যময়ী হয়ে উঠছেন এই অভিনেত্রী। আপাতত সেই সূত্র ধরেই চর্চার আলোয় আয়শা শর্মা।

Aisha Sharma: দিন দিন লাস্যময়ী হয়ে উঠছেন এই অভিনেত্রী, সোফায় উঠে দিলেন এমন পোজ

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় কম অ্যাক্টিভ নন তিনি। তবে সম্প্রতি নীল মনোকিনিতে সোফার উপর উঠেই সোশ্যাল মিডিয়ার পারদ তুমুল চড়িয়েছেন। সম্প্রতি তার এই বোল্ড মেসি লুক দেখে পাগল হয়েছেন তার ভক্তমহলের একাংশ। কখনো সোফায় গা এলিয়ে, আবার কখনো হাঁটুর উপর ভর দিয়েই দাঁড়িয়ে ছিলেন সোফায়। আর তার একাধিক ঝলক মিলেছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতাতেই। তার এই লুক আগুন লাগিয়েছে তার পুরুষ ভক্তদের মনেও। আপাতত আয়শা শর্মা নিজের এই বোল্ড মনোকিনি লুকের সূত্র ধরেই তুমুল চর্চায় রয়েছেন নেটমাধ্যমে।

Aisha Sharma: দিন দিন লাস্যময়ী হয়ে উঠছেন এই অভিনেত্রী, সোফায় উঠে দিলেন এমন পোজ