কি কি কারনে দেখবেন অজয়-কাজলের ‘তানহাজি’

কৌশিক পোল্ল্যে: অবশেষে প্রকাশ্যে এল ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ‘তানহাজি- দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার’ এর ট্রেলার। ইতিমধ্যেই মারাঠা যোদ্ধাদের বীরগাঁথা নিয়ে বলিউডে বহু ছবিই নির্মিত হয়েছে, কিন্তু এই ছবিটি একটি অন্য মাত্রা…

Avatar

কৌশিক পোল্ল্যে: অবশেষে প্রকাশ্যে এল ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ‘তানহাজি- দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার’ এর ট্রেলার। ইতিমধ্যেই মারাঠা যোদ্ধাদের বীরগাঁথা নিয়ে বলিউডে বহু ছবিই নির্মিত হয়েছে, কিন্তু এই ছবিটি একটি অন্য মাত্রা যোগ করল সেই তালিকায়।

ছবিতে বীর মারাঠা যোদ্ধা তানহাজির গল্প বর্নিত আছে যিনি ছিলেন ছত্রপতি শিবাজীর একজন সেনাবাহিনী প্রধান। এই চরিত্রে নিজেকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অজয় দেবগন।

মারাঠাদের সঙ্গে সাম্রাজ্য নিয়ে মোঘল সংঘাতে, এই ছবির আরও একটি মুখ্য আকর্ষন হল ছবির ভিলেন। এখানেই রয়েছে চমক। মোঘল খলনায়কের চরিত্রে রয়েছেন বলিউডের নবাবপুত্র সঈফ আলি খান।

ছবিতে প্রত্যেকের পাওয়ারফুল লুক, কান খাঁড়া করে দেওয়া ডায়লগ, রোমহর্ষক অ্যাকশন, ক্যামেরা, ও সর্বোপরি, অজয়-সঈফের সামনাসামনি টক্কর যে সত্যিই উত্তেজনা তৈরি করবে তা বলাই বাহুল্য।

ছবির আরও এক আকর্ষন হিসেবে বলা যায় কাজলের নাম। তিনি তাহনাজির স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। তার প্রথম লুক ও ডায়লগ বেশ সাবলীল। তাই বলা যায় বহুদিন পর আবারো অজয়-কাজলের সেই অনস্ক্রিন কেমিস্ট্রি আসতে চলেছে বড় পর্দায়। যার জন্য দীর্ঘ অপেক্ষায় দর্শক, সেই অপেক্ষারই অবসান ঘটল এবার।

ট্রেলার রিলিজের পরপরই ভিডিওটি ইউটিউবের ট্রেন্ডিং লিস্টে জায়গা করে নেয় এবং কমেন্টবক্সে ফ্যানেদের উচ্ছাস চোখে পড়ার মতো। অতএব বলা যেতেই পারে ‘তাহনাজি’ নিয়ে প্রত্যাশা অনেকটাই উচ্চমানের। ছবিটি জানুয়ারি, 2020 তে মুক্তি পাচ্ছে।