ইন্সটাগ্রাম যখন প্রথম তৈরি হয়েছিল, তখনও অবধি তা অনেকেই ব্যবহার করতে পছন্দ করতেন না। অনেকে মনে করতেন, এইঅ্যাপ যথেষ্ট খটোমটো। কিন্তু করোনা অতিমারীর সময় লকডাউনে গৃহবন্দী মানুষ বেছে নিলেন ভার্চুয়াল পৃথিবীকে। ফেসবুকের পাশাপাশি প্রাধান্য পেল ইন্সটাগ্রাম। শুধুমাত্র ছবি বা ভিডিও শেয়ার করাই নয়, ইন্সটাগ্রাম তৈরি করেছে অর্থ উপার্জনের রাস্তাও। রয়েছে পেইড কোলাবোরেশন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কাজ। আকৃতি শাহ (Akriti Shah) এমনই একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইন্সটাগ্রামে বর্তমানে তাঁর অনুরাগীর সংখ্যা কয়েক লক্ষের উপর।
নিত্যনতুন ফটোশুট ও রিল শেয়ার করেন আকৃতি। এর মধ্যেই একটি রিল সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। এই রিলটি যথেষ্ট বোল্ড। রিলে আকৃতির পরনে রয়েছে সাদা রঙের অফ শোল্ডার ব্লাউজ। ব্লাউজের স্লিভে রয়েছে রাফলড ডিটেলিং। লাল রঙের শাড়ি পরেছেন আকৃতি। তাতে রয়েছে সোনালি সিকুইন ও জরির কারুকার্য। শাড়িটি খোলামেলা ভাবে পরেছেন আকৃতি। ফলে উন্মুক্ত রয়েছে তাঁর সম্পূর্ণ নাভিমূল। লাল রঙের শাড়ির সাথে আকৃতির মেকআপও যথেষ্ট উজ্জ্বল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশিমারি আইশ্যাডো ও কালো আইলাইনারের ব্যবহার রয়েছে তাঁর দুই চোখে । ঠোঁট রাঙানো ন্যুড শেডের লিপস্টিকে। চিকবোনে রয়েছে পিচ রঙের ব্লাশারের ব্যবহার। খোলা চুলে রয়েছে হালকা কার্ল। ঠুমকার মাধ্যমে নিজের বোল্ড ডান্স শুরু করেছেন আকৃতি। ভোজপুরি গান ‘লহরিয়া লুটে আয়ে রাজা’-র সাথে ডান্স পারফরম্যান্স করেছেন আকৃতি। গানটি গেয়েছেন মোনালিসা (Monalisa)। এখনও অবধি এই ভিডিওটি অতিক্রম করেছে সাড়ে তিন হাজারের বেশি লাইক। আকৃতির নাচের প্রশংসা করেছেন নেটিজেনদের একাংশ।