আরও একবার মানবিকতা নজির ‘অক্ষয়ের’, তৃতীয় লিঙ্গের মানুষদের উন্নয়নে অনুদান দিলেন ১.৫ কোটি টাকা

নিজেদের পেশাদারিত্বের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন এবং সমাজে সচেতনতা বাড়াতে যেসব নাম তালিকার প্রথমেই আসে তার মধ্যে নিসন্দেহে রয়েছেন অক্ষয় কুমার। সমাজে নানান দায়িত্বমুলক কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন এই…

Avatar

নিজেদের পেশাদারিত্বের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন এবং সমাজে সচেতনতা বাড়াতে যেসব নাম তালিকার প্রথমেই আসে তার মধ্যে নিসন্দেহে রয়েছেন অক্ষয় কুমার। সমাজে নানান দায়িত্বমুলক কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন এই বলিউড অভিনেতা। সেরকমই আরও একটি নজির ঘটল তার দায়িত্ব বোধের। ‘ভারত কে বীর’ প্রকল্পের সমর্থন থেকে মিশন মঙ্গল পরিচালক জগন শক্তির হাসপাতালের বিল মেটানো, খারাপ সময় বা প্রয়োজনে সবসময় পাশে দাঁড়ান অক্ষয় কুমার।

আরও একবার সকলকে চমকে দিয়ে তৃতীয় লিঙ্গের মানুষদের উন্নয়নে ১.৫ কোটি টাকা অনুদান দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। রবিবার ফেসবুক পোস্টে এই খবর প্রকাশ্যে এনেছেন পরিচালক রাঘব লরেন্স। রাঘব লরেন্স একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানান, তার পরবর্তী ছবি বম্ব রিলিজ করবে ২২ মে। এটি একটি তামিল ছবি কাঞ্চনার রিমেক। এই ছবির কাজ করতে গিয়ে তিনি অনেক বৃহন্নলাদের সঙ্গে পরিচিত হন, জানতে পারেন তৃতীয় লিঙ্গের কিভাবে বঞ্চনা করা হয় সমাজ থেকে। কোনো কারন ছাড়াই তারা একদিন অনাথ করে দেওয়া হয়। তারপর চলে তাদের জীবন সংগ্রাম, কখনো রেল স্টেশনে বা রাস্তায় দিন কাটে।

আরও পড়ুন : জমজমাট অ্যাকশনে ভরপুর অক্ষয়ের ‘সূর্যবংশী’, দেখে নিন ছবির দুর্দান্ত ট্রেলার

একদিন এইসমস্ত কথাই তিনি অভিনেতা অক্ষয় কুমারের সাথে শেয়ার করছিলেন। তখন ‘আক্কি’ জানান তাদের জন্য বাড়ি তৈরির টাকা দিতে তিনি ইচ্ছুক। যারপরনাই অবাক হন রাঘব লরেন্স এবং সম্মতি জানান। বাড়িটি বানানোর জন্য চেন্নাইতে একটি জমি কেনা হয়েছে, এরপর এই বাড়িটি তৈরির জন্য ১.৫ কোটি টাকা দেবেন অভিনেতা অক্ষয় কুমার, এমনটাই জানিয়েছেন রাঘব লরেন্স।