সারা ভারতজুড়ে পেঁয়াজের যা দাম তাতে পেঁয়াজ কাটার আগেই পেঁয়াজ কিনতে গিয়ে মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং সর্বোপরি উচ্চবিত্তদের চোখে জল চলে আসছে। পেঁয়াজের ঝাঁজে বাড়ির গৃহিনীদের চোখ দিয়ে জল পড়ার আগেই, বাড়ির কর্তা মশাইদের পেঁয়াজ কিনতে গিয়ে পেঁয়াজের দাম শুনে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে।
এ আঁচ পড়েছে সেলেব জগতেও। অক্ষয় কুমার তার স্ত্রীকে খুব সুন্দর একটি পেঁয়াজের তৈরি কানের দুল উপহার দিয়েছেন এবং সেটি খুব দামী হয়ে গেছে তার স্ত্রী এর কাছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : Movie Review : প্রত্যাশায় ঠান্ডা জল ঢেলে দিল দাবাং ৩
তারই উপহারটি এতটাই পছন্দ হয়েছে যে তিনি এই ছবিটি ইনস্টাগ্রামে শনিবার সকলকে দিয়ে এটি বেশ আনন্দ পেলেন এবং তিনি বলেছেন, তিনি খুব ভাগ্যবতী এইরকম একটি কানের দুল পরে কারণ এই কানের দুল এর পেঁয়াজের থেকে সদ্য অঙ্কুরোদগম হচ্ছে।
তবে অনেকেই তার এরকম ছবি দেখে বলেছেন যে এখন পেঁয়াজের দাম প্রায় ২০০ টাকা প্রতি কিলো। এত দামী পিয়াজ পড়লে তার কান ক্ষতি হতে পারে। কেউ কেউ আবার তাকে ‘অমূল্য টুইংকেল জি’ বলেছেন।