বিরাট অভিযান চালিয়ে খতম IS প্রধান আল বাগদাদী, হোয়াইট হাউস থেকে ঘোষণা ট্রাম্পের
আইএসআইএস, পৃথিবীর এক অন্যতম জঙ্গি সংস্থা। এদের ক্ষমতা সম্পর্কে আমরা সবাই জানি। ২০১৯ সালে এর শ্রীলঙ্কা, ফিলিপাইনস, আফগানিস্তানের বোমা বিস্ফারন ঘটিয়েছিল এই জঙ্গি সংগঠন। ২০১৮ তে ইরাক, রাশিয়া, ফান্স ও আফগানিস্তানে বোমা বিস্ফোরনের পেছনেও এদেরই হাত ছিল। এদের প্রধান লক্ষ্য হল পৃথিবীর সমস্ত দেশে নিজেদের প্রতিপত্তি কায়েম করা।
আবারও আইএসআইএসের বিরুদ্ধে সিরিয়ায় সামরিক অভিযানের কথা শনিবার রাতে হোয়াইট হাউসে ঘোষনা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট বোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন রবিবার অর্থাৎ আজ এই বিষয়ে বড়সড় ঘোষনা করবেন তিনি।
আমেরিকার এক সংবাদমাধ্যমের তরফ থেকে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প আইএসআইএসের বিরুদ্ধে এক বিশেষ অভিযানের পরিকল্পনা করছেন। যার প্রধান লক্ষ্য আইএসআইএসের প্রধান আবু বকর আল বাগদাদী।
২০১১ সালে আমেরিকা স্পেশান ফোর্সের মাধ্যমে অভিযান চালিয়েছিল ওসামাবিন লাদেনকে হত্যা করার জন্য। সেই অভিযানে ওসামা বিন লাদেন মৃত্যুবরন করলে ২০১১ সালে আল বাগদাদী আইএসআইএসের প্রধান হন।
শনিবার অর্থাৎ কাল রাতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকাল ৯টায় ইএসটি ঘোষনার পরিকল্পনা করছিলেন। তারপরেই তিনি টুইট করে বলেছিলেন, খুব বড় কিছু ঘটেছিল।
The United States has carried out an operation targeting Islamic State leader Abu Bakr al-Baghdadi: Reuters (file pic) pic.twitter.com/tH1KUmDXaG
— ANI (@ANI) October 27, 2019