সন্ত্রাসবিরোধী অভিযানে খতম ইয়েমেনের আল কায়দা নেতা, জানালেন ডোনাল্ড ট্রাম্প
সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে আমেরিকা। সেই অভিযানে সাফল্যও আসছে। আবারও এক বড় সাফল্যের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ‘আমেরিকা ইয়েমেনে সন্ত্রাসবাদবিরোধী অভিযানে আরবীয় উপদ্বীপের (একিউএপি) আল কায়দা নেতা কাসিম আল-রায়মিকে হত্যা করেছে।’
সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই অভিযান যে কতটা জরুরি তা জানিয়ে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘রিমির অধীনে, একিউএপি ইয়েমেনের বেসামরিক নাগরিকদের উপর অবর্ণনীয় অত্যাচার চালিয়েছে এবং আমেরিকা যুক্তরাষ্ট্র ও আমাদের বাহিনীর বিরুদ্ধে অসংখ্য আক্রমণ সংগঠিত করেছে।’
আরও পড়ুন : ভারতের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষনা পাকিস্তানের
মার্কিন সামরিক বাহিনীর এই আঘাতে যে সন্ত্রাসবাদের কোমর ভেঙে যাবে সে কথা উল্লেখ করেন ট্রাম্প। বলেন, ‘তাঁর মৃত্যুর ফলে একিউএপি এবং বিশ্বব্যাপী আল-কায়দা আন্দোলন আরও হতাশাগ্রস্ত হয়ে পড়বে এবং এই গোষ্ঠীগুলিকে নিয়ে আমাদের জাতীয় সুরক্ষার মধ্যে যে আতঙ্কের পরিবেশ রয়েছে তা দূর করার জন্য এটি আমাদের সাফল্যের আরও কাছাকাছি নিয়ে আসবে।’ সামরিক অভিযানে রায়মির নিহত হওয়ার খবর জানালেও তাকে কবে হত্যা করা হয়েছে তা নিয়ে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।