প্রয়াগরাজ: সুস্থতার হার ঊর্ধ্বমুখী হলেও দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। আর তাই এক অভিনব নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। উত্তরপ্রদেশে কেউ যদি মাস্ক না পরে বাড়ির বাইরে এক পা রাখে, তাহলে তাকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। আজ, শুক্রবার এক জনস্বার্থ মামলার শুনানিতে এমন রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
কোয়ারেন্টাইন সেন্টারের পরিবেশ আরও ভাল করা যায় সেই নিয়ে এক জনস্বার্থ মামলার শুনানি চলছিল। সেখানেই বিচারপতি সুজিত ভার্মা এবং বিচারপতি অজিত কুমার এই নির্দেশ দিয়েছেন। এলাকার স্থানীয় থানাকে এ ব্যাপারে আরও কঠোর হতে বলা হয়েছে। এদিন বলা হয় যে বা যিনি মাস্ক পরবেন, সেটা শুধুই তার ভালর জন্য নয়। তার ভালর পাশাপাশি গোটা সমাজের এতে উপকার হবে। তাই মাস্ক পরা বাধ্যতামূলক।
পুলিশের তরফ থেকে বুঝিয়ে-সুজিয়ে, পরামর্শ দিয়ে বা অনুরোধ করে সকলকে মাস্ক পড়ানো এখন উত্তরপ্রদেশে সম্ভব হয়নি। সচেতনতার অভাবেই হোক বা ইচ্ছে করেই হোক মাস্ক না পরার প্রবণতা উত্তরপ্রদেশে বহুবার চোখে পড়েছে। আর সেদিকটা মাথায় রেখেই এবার এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল এলাহাবাদ হাইকোর্ট।
যে বা যারা মাস্ক না পরে রাস্তায় বেরোবে, তাদেরকে আইনি ধারা অনুযায়ী যথোপযুক্ত শাস্তির মুখোমুখি হতে হবে। এমনকি এর জন্য ‘ম্যান্ডামাস’ কার্যকর করতে পুলিশকে এক টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের সকল মানুষের সুস্থতার কথা চিন্তা করেই এলাহাবাদ হাইকোর্ট এমন নজিরবিহীন রায় দেওয়া হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।