কমতে চলেছে মদের দাম। আর যাইহোক মদ প্রেমীদের কাছে এই খবর যে আনন্দের তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। বর্ধিত আফগারি শুল্ক কমানো হবে বলে জানা গিয়েছে৷ তার পাশাপাশি সামনের মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর থেকেই রাজ্যে মদের দাম কমে যাবে বলে খবর৷ পয়লা সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত লাইসেন্স হোল্ডারদের ওয়েস্ট বেঙ্গল বেভারেজ কর্পোরেশন থেকে মাল তুলতে ও টাকা জমা দিতে নিষেধ করা হয়েছে৷
করোনা সংক্রমনের পর দেশ জুড়ে লক ডাউন শুরু হয়। তার দুমাস বাদের মদের দোকান খুলেই শুরু হয় তুমুল ভিড়। আর পাল্লা দিয়ে বারে মদের বিক্রি। আর ভিড় সামলাতে নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হলেও মানুষজন নিয়ম না মেনেই মদ কিনতে শুরু করে।
আর এসবের মধ্যে রাজস্ব ঘাটতি মেটাতে ও ভিড় কমাতে অতিরিক্ত শুল্ক বসায় রাজ্য সরকার৷ এরপরেও কমেনি মদের বিক্রি বরং লক ডাউনে মানুষ ঘরে বসে আরও বেশি মদ কিনেছে। বিক্রি সচল রাখতে হোম ডেলিভারির ব্যবস্থাও করা হয়।
কিন্তু এত সবকিছুর মধ্যেও হঠাৎ কেন্দ্র মদের দোকান খোলার অনুমতি দিলে কোষাগারের ঘাটতি মেটাতে ৩০ শতাংশ আফগারি শুল্ক বৃদ্ধি করে রাজ্য সরকার৷ একলাফে ৩০ শতাংশ আফগারি শুল্ক বেড়ে যাওয়ায় জুন, জুলাই মাসে মদের বিক্রি কমতে শুরু করে ৷ কিন্তু এবার সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে মদের দাম আবার কমবে বলে জানান হয়েছে। কিন্তু ঠিক কত দাম কমবে তা এখনো বলেনি রাজ্য সরকার। তবে এইটা খবর মিলতেই ইতিমধ্যে রাজ্যের সুরা প্রেমীদের মধ্যে আনন্দের আভাস মিলেছে