Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঘরে বসে অনলাইনেই মদ কেনার ব্যবস্থা করলো সরকার

এবার থেকে ঘরে বসে এক অর্ডারেই মদ চলে আসবে বাড়িতে। নতুন আবগারি নীতিতে এই নিয়মই চালু করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশে এবার থেকে অনলাইনেই বিক্রি হবে মদ, ঘরে বসে এক…

Avatar

এবার থেকে ঘরে বসে এক অর্ডারেই মদ চলে আসবে বাড়িতে। নতুন আবগারি নীতিতে এই নিয়মই চালু করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশে এবার থেকে অনলাইনেই বিক্রি হবে মদ, ঘরে বসে এক ক্লিকেই বাড়ি পৌঁছে যাবে মদ। মধ্যপ্রদেশ সরকার জানিয়েছে এখনো পর্যন্ত রাজ্যের ২,৫৪৪ টি দেশি ১,০৬১ টি বিদেশি মদের দোকান এই নিয়মে নিজেদের নাম নথিভুক্ত করেছে।

মধ্যপ্রদেশ আবগারি দপ্তরের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২০-২১ আর্থিক বছরের প্রস্তাবিত আবগারি ব্যবস্থায় রাজস্ব বৃদ্ধির জন্য ২,৫৪৪ টি দেশী মদের দোকান এবং ১,০৬১ বিদেশী মদের দোকানে অনলাইন মদ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে তাদের ২৫ শতাংশ বেশি আয় হবে।’ ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বিদেশী মদের সরবরাহও অনলাইনে করা হবে। মদ ব্যবসায়ে নিয়ন্ত্রণ রাখতে প্রতিটি বোতলে বার কোড লাগানো ছাড়াও বোতলটি পর্যবেক্ষণ করার চেষ্টা করা হবে। তবে বিক্রির পদ্ধতিতে কোনো জটিলতা রাখা হচ্ছেনা।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ফের নোটবন্দি, আগামী পয়লা মার্চ থেকে মিলবে না ২০০০ টাকার নোট

অনলাইনে টেন্ডার ডেকে ই-টেন্ডারের মাধ্যমে দোকানগুলি নিলাম করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘প্রস্তাবিত সিস্টেমের অধীনে দেশী ও বিদেশি মদের কোনো ছোট দোকান খোলা হবে না। রাজ্যের চারটি বড় শহর ইন্দোর, ভোপাল, গোয়ালিয়র এবং জব্বলপুরে দুটি সংস্থা মদ সরবরাহ করবে।’

About Author