Today Trending Newsরাজ্য

রাজ্য জুড়ে জারি হল সতর্কতা, কী জানাল আবহাওয়া দফতর

Advertisement

শৈত্যপ্রবাহের আশঙ্কা জারি না হলেও আবার যে জাঁকিয় শীত পড়তে পারে তেমনটা পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। পশ্চিমি ঝঞ্ঝার কারণে বৃহস্পতিবার আকাশ মেঘলা ছিল। বৃহস্পতিবার বেশ কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে। বৃহস্পতিবার মেঘলা আকাশ স্বচ্ছ হতেই এক ধাক্কায় তিন ডিগ্রি নেমেছে পারদ। শুক্রবার আকাশ ধীরে ধীরে স্বচ্ছ হয়ে ওঠে বেলার দিকে এবং রাতের দিকে পারদ নেমে যাওয়ায় আবার ঠান্ডা উপভোগ করার সুযোগ পায় রাজ্যবাসী।

আরও পড়ুন : নগদ টাকা জমা দেওয়ার নতুন সুবিধা আনল ব্যাংক

শনিবার কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কমবে, ১২.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। উত্তুরে হাওয়ায় তাপমাত্রার পারদ নামলে শীতের আমেজ বজায় থাকবে বলে অনুমান করা হচ্ছে। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ নামতে পারে ১০ ডিগ্রির নিচে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

তবে রাজ্যজুড়ে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদহ ও সিকিমে বৃষ্টির সম্ভাবনা আছে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি ও সিকিমে তুষারপাত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে শীত জাঁকিয়ে পড়বে তবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। জম্মু-কাশ্মীরে শনিবার পশ্চিমি ঝঞ্ঝা ঢুকলে রবিবার ও সোমবার তুষারপাত এবং শিলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরপ্রদেশের একাংশ ও পাঞ্জাব, দিল্লি, চন্ডিগড় প্রভৃতি স্থানে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন : ভগবানের মত আবির্ভাব আরউইন পরিবারের, অস্ট্রেলিয়ার দাবানল থেকে বাঁচল ৯০ হাজার প্রাণী

রবিবার রাজ্যে কুয়াশা দেখা যাবে। শীত যাবে যাবে বলেও যেন যাচ্ছে না, ফিরে ফিরে আসছে শহরবাসীর কাছে। পৌষ মাসের শেষ কটা দিন পিঠে পুলির সাথে জমিয়ে শীত উপভোগ করছে মানুষ।

Related Articles

Back to top button