Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফিল্মফেয়ারে অভিনব পোশাকে আলিয়া, জিতলেন সেরা অভিনেত্রীর পুরষ্কার

কৌশিক পোল্ল্যে: সৌন্দর্যের আর এক নাম আলিয়া ভাট সেকথা প্রমান করে দিলেন তিনি নিজেই। ফিল্মফেয়ারের রেড কার্পেটে নিজের স্টাইল ও ফ্যাশনের চমক দেখিয়ে অনায়াসে সমস্ত আকর্ষন নিজের দিকে কেন্দ্রীভূত করলেন।…

Avatar

কৌশিক পোল্ল্যে: সৌন্দর্যের আর এক নাম আলিয়া ভাট সেকথা প্রমান করে দিলেন তিনি নিজেই। ফিল্মফেয়ারের রেড কার্পেটে নিজের স্টাইল ও ফ্যাশনের চমক দেখিয়ে অনায়াসে সমস্ত আকর্ষন নিজের দিকে কেন্দ্রীভূত করলেন। এবারের অনুষ্ঠানে আলিয়া পরলেন একেবারে নতুন ভাবনার পরিধান। গোলাপি ও হলুদ রংয়ের মিশেলে তৈরি একটি লেয়ারিং লম্বা গাউনে নিজেকে সাজিয়ে তুলে রেড কার্পেটে ঝড় তুললেন তিনি। এবারের সেরা অভিনেত্রীর পুরষ্কারটিও পেলেন তিনি ‘গাল্লিবয়’ ছবিটির জন্য। উল্লেখ্য এই ছবিটি এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কারের প্রাথমিক নমিনেশনের জন্য নির্বাচিত হয়। ছবির সাফল্যে ভীষন খুশি গোটা ইউনিট সহ সকলেই। এ বছরের ফিল্মফেয়ারে সবচেয়ে বেশি পুরষ্কার পেয়েছে জোয়া আখতার পরিচালিত এই মুভিটি।

এর আগের বছরেও একই সম্মানে ভূষিত হন আলিয়া। 2012 সালে নবাগতা হিসেবে পান প্রথম পুরষ্কারটি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ’ ছবির জন্য। তারপর 2014 সালে সমালোচকদের পছন্দে তিনি সেরা অভিনেত্রীর তকমা পান ‘হাইওয়ে’ ছবির জন্য। পুরষ্কার পেয়ে অানন্দে অভিভূত আলিয়া সকলকে ধন্যবাদ জানান, মঞ্চে উপস্থিত হোস্ট করন জোহরকে বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করেন, এবং উনি প্রতিবারই এটা করে থাকেন, কারন করনই প্রথম তাকে নিজের ছবিতে অভিনয় করার সুযোগ দেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : কাছাকাছি মধুমিতা-অর্জুন, নেট দুনিয়ায় ভাইরাল এই ছবি

এই কয়েক বছরেই ইন্ডাস্ট্রির বাকি অভিনেত্রীদের টক্কর দিয়ে সেরার সেরা জায়গায় নিজেকে পৌঁছে দিয়েছেন তার অভিনয়ের দৌলতে। এবছর তার হাতেই রয়েছে সবচেয়ে বেশি ছবির অফার। পরের বছরও এই খেতাব অক্ষুন্ন রেখে তিনি হ্যাট্রিকের রেকর্ড করতে পারেন কিনা সেটাই এখন লক্ষনীয় বিষয়। আলিয়ার সুন্দর পোশাক পরিহিত ছবির একঝলক দেখে নিন নীচে।

 

View this post on Instagram

 

A post shared by Alia ☀️ (@aliaabhatt) on

About Author