কয়েকদিন ধরে কলকাতাসহ আশেপাশের এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও খুব একটা ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছিল না। এমনকি এই প্রসঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে দক্ষিণবঙ্গ বর্তমানে বৃষ্টির ঘাটতিতে চলছে। তবে সেইসাথে আজ শুক্রবার সাবধানবাণী শুনিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে যে আগামী ১-২ ঘণ্টার মধ্যে কলকাতায় ধেয়ে আসতে চলেছে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত। পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় দুই এক পশলা বৃষ্টিপাত হবে।
আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে কলকাতা ও সংলগ্ন এলাকার পাশাপাশি আগামী কয়েক ঘণ্টার মধ্যে আসা বৃষ্টিতে ভিজতে পারে নদীয়া জেলার কিছু অংশ। এই বৃষ্টির কারণে আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা দিনের বেলায় ৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকার জন্য ভ্যাপসা গরম লাগতে পারে। সোজা কথায় আপেক্ষিক আদ্রতার কারণে ফিল লাইক তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানালেও আলিপুর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে যে কলকাতায় এই বৃষ্টি হবে পাসিং শাওয়ারের মতো। তাই কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যাবে। তবে বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে। কিন্তু তা সত্বেও পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। এছাড়া ওড়িশা উপকূলে নিম্নচাপের কারণে সমুদ্র উত্থান হতে পারে বলে শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর ৪৫-৫৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা বাতাস বইতে পারে।