Today Trending Newsনিউজরাজ্য

বাছবিচার নয়, সমস্ত কার্ড হোল্ডাররাই পাবে বিনামূল্যের রেশন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Advertisement

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশ জুড়ে লকডাউন চলছে। যার ফলে থমকে দাঁড়িয়েছে সমস্ত অর্থনৈতিক উন্নয়ন। বন্ধ রয়েছে কাজও। যে কারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। দেখা দিয়েছে খাদ্য সংকট। পরিস্থিতি মোকাবিলায় বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই সুবিধা এতদিন পেয়ে এসেছে ‘আরকেএসওয়াই টু’ তালিকা ভুক্ত বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত ডিজিটাল রেশন কার্ড হোল্ডার।

আর এতেই ঘটেছে বিপত্তি। পশ্চিমবঙ্গের এমন অনেক মানুষ রয়েছেন যারা ‘আরকেএসওয়াই টু’ তালিকা ভুক্ত হলেও তাদের পারিবারিক আয় খুব একটা বেশি নয়। আবার এমন ছবিও দেখা গেছে যে, বাড়িতে চাকুরিজীবি সদস্য থাকা স্বত্ত্বেও ‘আরকেএসওয়াই ওয়ান’ তালিকা ভুক্ত হয়ে তুলে যাচ্ছেন বিনামূল্যে রেশন। এই গোলযোগের কথা প্রশাসনের কাছে পৌঁছাতেই নড়েচড়ে বসেছে সরকার।

আপাতত, পশ্চিমবঙ্গের সমস্ত ডিজিটাল রেশন কার্ড হোল্ডারের কাছেই বিনামূল্যের চাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে খাদ্য সুরক্ষা দপ্তর। সারা রাজ্যের ৯ কোটি ৯১ লক্ষ রেশন উপভোক্তার কাছে ১ লা মে থেকে আগামী ৩ মাস পর্যন্ত বিনামূল্যে চাল পৌঁছে দেওয়া হবে। এতদিন অন্যান্য কার্ড হোল্ডাররা নিজেদের স্কেল অনুযায়ী বিনামূল্যে রেশন পেলেও ‘আরকেএসওয়াই টু’ তালিকা ভুক্ত রেশন উপভোক্তারা মাসে ১ কেজি চাল ও ১ কেজি গম যথাক্রমে ১৩ টাকা ও ৯ টাকায় রেশন থেকে তুলতে পারতেন।

এবার থেকে সবার জন্য বিনামূল্যে চাল ও গমের ব্যবস্থা করল সরকার। যে কোন তালিকা ভুক্ত রেশন উপভোক্তারাই মাসে ৫ কেজি করে বিনামূল্যে চাল ও গম পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Back to top button