৩০শে জুন পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়, ঘোষণা শিক্ষামন্ত্রীর
আগামী ৩০শে জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়। এর আগে রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল ৩০শে জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, এবার কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন একথা।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, “সংক্রমণ রুখতে স্কুলের মতো কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলিও ৩০শে জুন পর্যন্ত বন্ধ থাকবে। প্রশাসনিক কাজ কিভাবে হবে তা কতৃপক্ষ সিদ্ধান্ত নেবে।” গত শুক্রবার বিশ্ববিদ্যালয় গুলির উপাচার্যদের ভিডিও কনফারেন্সে বৈঠক হয়। সেখানেই তাঁরা সিদ্ধান্ত নেন এই মুহূর্তে বন্ধ রাখা হবে রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়। তারপর আজ সরকারের তরফে শিক্ষামন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন ৩০শে জুন পর্যন্ত বন্ধ থাকছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়।
এর আগে ১০ই জুন পর্যন্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। কিন্তু পরবর্তীতে স্কুলের ক্ষেত্রে তা বাড়িয়ে ৩০শে জুন করা হয়। কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হয় কতৃপক্ষের হাতে। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের তরফেই এবার কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো কলেজ খোলার এক মাসের মধ্যেই ফাইনাল ইয়ারের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এই বিষয়ে তিনি বলেন, “কলেজ গুলি খোলার এক মাসের মধ্যেই ফাইনাল পরীক্ষা নেওয়ার প্ৰস্তুতি শুরু করে দেবে বিশ্ববিদ্যালয় গুলি।”
উপাচার্যদের বৈঠকে করোনা পরিস্থিতি ছাড়াও সম্প্রতি হওয়া ঘূর্ণিঝড় আমফানের ফলে বিশ্ববিদ্যালয় এবং কলেজ গুলির ক্ষতির বিষয়েও আলোচনা করা হয়। কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমফানের তাণ্ডবে। সেই ক্ষয়ক্ষতি থেকে স্বাভাবিক পরিস্থিতিতে আসতে সময় লাগবে বলেও জানিয়েছেন উপাচার্যরা। তাই আপাতত ৩০শে জুন পর্যন্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।