এনকাউন্টারে মৃত চারজনই তরুণী চিকিৎসকের ধর্ষণকারী, ডিএনএ পরীক্ষায় মিলল প্রমাণ
তেলেঙ্গানার পশু চিকিৎসককে ধর্ষণ ও খুন করার অপরাধে অভিযুক্ত চার জনের বিরুদ্ধেই মিলল প্ৰমাণ। তারাই যে ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করেছে তার প্ৰমাণ মিলল ফরেন্সিক পরীক্ষায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ফরেন্সিক পরীক্ষার স্যাম্পেলে পাওয়া গেছে এনকাউন্টারে যে চারজন মারা গেছিলো তারাই ধর্ষক। পুলিশ জানিয়েছে ওই তরুণীর দগ্ধ দেহ থেকে যে স্যাম্পেল পাওয়া গেছে তার সাথে ওই চার অভিযুক্তের ডিএনএ স্যাম্পেল মিলে গেছে।
গত ২৭ নভেম্বর হায়দ্রাবাদের অদূরে সামশাবাদে এক তরুণী পশু চিকিৎসককে চার লরি কর্মী ধর্ষণ করে এবং পেট্রোল ঢেলে তাকে পুড়িয়ে দেয়। পরদিন সকালে জাতীয় সড়কের ধরে একটি কালভার্টের নীচ ট্যেকে অর্ধপোড়া ওই চিকিৎসকের দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনা সামনে আসতেই দেশ জুড়ে অভিযুক্তদের চরমতম শাস্তি দেওয়ার দাবি ওঠে। ঘটনার তদন্তে নেমে পুলিশ চার লরি কর্মী মহম্মদ আরিফ (২৬), জল্লু শিবা (২০), জল্লু নবীন (২০) এবং চিন্তকুন্ত চেন্নাকেশভুলু (২০) কে গ্রেপ্তার করে।
এরপর গত ৬ই ডিসেম্বর, ওই চার অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনঃনির্মাণ করতে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পুলিশের হাতে থেকে পালানোর চেষ্টা করে এই চার অভিযুক্ত। তখনই পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।