ভারতে করোনাতে আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ৪০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৯ জনের। রাজ্যে ও ক্রমাগত আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ডের সংখ্যা বাড়ানো হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে এনআরএস হাসপাতালকে ৩০০ করোনা রোগীর চিকিৎসার পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
এনআরএস হাসপাতালের থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবার থেকে স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে থেকেই করোনা সংক্রমিত রোগীদের পরিষেবা দেবেন। স্বাস্থ্যকর্মীদের জন্য হাসপাতালেই থাকা ও খাবার ব্যবস্থা ও করা হয়েছে। এর সাথে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে আরো ৫ টি ও সারা দেশে ৭৯ টি বেসরকারি প্রতিষ্ঠানের পরীক্ষাগারকে করোনা পরীক্ষা করার জন্য অনুমোদন দিয়েছে। রাজ্যের যেসমস্ত বেসরকারি হাসপাতালে এই অনুমোদন দেওয়া আছে সেগুলি হল।
১) APOLLO হসপিটাল।
২) SRL লিমিটেড রেফারেন্স ল্যাবরেটরি, সল্টলেক সিটি,
৩) SRL লিমিটেড ফর্টিস হাসপাতাল, আনন্দপুর, ইএম বাইপাস,
৪) সুরক্ষা ডায়াগনস্টিক, নিউটাউন,
৫) মেডিকা সুপার স্পেশ্যালিটি হসপিটাল, কলকাতা।
পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৭। গতকাল কলকাতার একই পরিবারের ৩ জন আক্রান্ত হয়েছেন। গতকাল থেকে এখনো পর্যন্ত ভারতে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।